‘শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার’
Published: 27th, April 2025 GMT
জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলো হত্যা-ধর্ষণ-হামলার শিকার হলেও অন্তর্বর্তী সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে না বলে অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে লামিয়ার ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান।
আরো পড়ুন:
ঢাবি প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে চান উপাচার্য
মানবাধিকার সুরক্ষায় কাজ করবে ঢাবি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, সহকারী সদস্য সচিব ফারজায়ান আহসান কৃতিত্ব, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, ঢাকা মাদ্রাসা-ই আলিয়া শাখার সদস্য সচিব মো.
বক্তারা বলেন, জুলাই গণহত্যার শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে। অথচ সেই সরকারের সময় শহীদ বাবার কবর জিয়ারত করতে গিয়ে তার মেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এমন ঘটনার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উচিত ছিল শহীদ কন্যা লামিয়ার সঙ্গে দেখা করে তার কাছে ক্ষমা চাওয়া এবং ধর্ষকদের বিচারের নিশ্চয়তার কথা জানানো। কিন্তু সরকার তাকে এমনভাবে অবহেলা ও উপেক্ষা করেছে যে বাবা হারানো মেয়েটি আত্মহত্যা করে বসেছে।
তারা আরো বলেন, শহীদ জসিমের কন্যা লামিয়া ধর্ষণের পর আত্মহত্যা করে সরকার ও জনগণকে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে গেছেন। লামিয়ার পরিবার ও স্বজনরা জানিয়েছেন, তিনি ধর্ষণের বিচার না পাওয়ার আশঙ্কার পাশাপাশি চরিত্র হননের শিকার হয়ে আত্মহত্যা করেন। সরকার যদি লামিয়ার পাশে দাঁড়াত এবং তাকে বিচারের আশ্বাস দিত তাহলে তার এত করুণ পরিণতি হতো না।
বক্তাদের দাবি, জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলো একের পর এক আক্রান্ত হচ্ছেন। শনিবারও (২৬ এপ্রিল) দুজন জুলাই শহীদের কবরে হামলা হয়েছে। এতে শহীদ পরিবারগুলো ক্রমেই হতাশাগ্রস্থ ও বিষণ্ণ হয়ে পড়ছে। লামিয়া ধর্ষণ ও আত্মহত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো প্রকার রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ চলবে না।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন