শ্রীলঙ্কায় ফাহাদ-জাওয়াদে বড় জয় যুবাদের
Published: 28th, April 2025 GMT
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরেছে টাইগার যুবারা। ব্যাট হাতে ওপেনার জাওয়াদ আরবার দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। ফিফটি করেছেন যুবা দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বল হাতে আল ফাহাদ লঙ্কান যুবাদের ধসিয়ে দেয়। সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সোমবার কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কার যুবারা। ওপেনিং জুটিতে ৪.
জবাবে বাংলাদেশ ৩৪.৩ ওভারে জয় তুলে নেয়। ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকি ৩৫ রান যোগ করেন। এর মধ্যে কালাম ৫ রান করে আউট হয়ে যান। বাকি পথটা জাওয়াদ ও আজিজুল নির্বিঘ্নে পাড়ি দেন। ডানহাতি ব্যাটার জাওয়াদ ১০৬ বলে ১৩০ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলেন। ১৪টি চার ও ছয়টি ছক্কা তোলেন তিনি। আজিজুল ৮৯ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে চারটি চার ও তিনটি ছক্কা আসে।
ডানহাতি পেসার আল ফাহাদ ৯.৫ ওভারে ৪৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন। ইকবাল হোসেন ইমন নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন সামিউন ও আজিজুর।
উৎস: Samakal
কীওয়ার্ড: আজ জ ল হ ক ম উইক ট
এছাড়াও পড়ুন:
তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন ৩১ জুলাই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।
প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ১২ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের এবং খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১ মে। চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে ৩০ জুন।
মো. মনিরুজ্জামান বলেন, ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ জুলাই। এরপর ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলাফল প্রকাশ করা হবে একই দিনে।