খুবি সাংবাদিক সমিতির নেতৃত্বে রমিন-মিরাজ
Published: 28th, April 2025 GMT
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এতে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলকামা রমিন সভাপতি ও দৈনিক কালের কন্ঠের মো. মিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনস্থ সমিতির নিজ কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড.
আরো পড়ুন:
যুগপূর্তি সংখ্যা
সাংবাদিকতায় নারীর চ্যালেঞ্জ
সাজার বিরুদ্ধে শফিক রেহমানের আপিল শুনানি শেষ, রায় ১২ মে
১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহসভাপতি এইচ এম মাসুম হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক অর্ক মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসিবুল হাসান।
এছাড়া সদস্যরা হলেন, মো. মারুফ আহম্মেদ, ফাহাদ খন্দকার ও রাতুল খান।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী প্রভাষক হাসান মাহমুদ সাকি।
নির্বাচনের ফলাফল ঘোষণা সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাতসহ সাংবাদিক সমিতির সাবেক দায়িত্বশীলবৃন্দ।
ঢাকা/হাসিব/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//