ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন চিত্রনায়ক নিরব হোসেন। তার বিপরীতে এবার বড় পর্দায় দেখা যাবে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। নতুন একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা, সিনেমাটির নাম ‘শিরোনাম’।
জানা গেছে, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই ‘শিরোনাম’ সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাটির গল্প, চরিত্র এবং লোকেশন নিয়ে প্রাথমিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নিরব ও ববি দুজনই এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন।
চলচ্চিত্রের পাশাপাশি চিত্রনায়িকা ববি নিয়মিত স্টেজ শোতেও পারফর্ম করছেন। সম্প্রতি তিনি কক্সবাজারে একটি জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সোমবার (২৮ এপ্রিল) রাতে সেখানে নাচ পরিবেশনা করেন। মঙ্গলবার দুপুরেই ঢাকায় ফিরেন।
আরো পড়ুন:
‘শুনেছি আমার বিরুদ্ধে যে মামলা করেছিল সেই বাদী থানায় আটক আছে’
কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?
এদিকে, ববি অভিনীত ‘বউ’ নামের একটি সিনেমার কাজ শেষ পর্যায়ে। সিনেমাটির মূল অংশের শুটিং শেষ হয়েছে, কেবল একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। খুব শিগগির এটিও সম্পন্ন হবে বলে জানা গেছে।
বর্তমানে ববির হাতে আরো কিছু নতুন সিনেমা ও বিজ্ঞাপনের প্রজেক্ট রয়েছে। সবগুলো কাজ শেষ করে শিগগির নতুন সিনেমার ঘোষণা দিবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
নিরব ও ববি দুজনই ঢাকাই সিনেমার পরিচিত মুখ। এই জুটির ‘শিরোনাম’ নিয়ে তাদের ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট