সামাজিক যোগাযোগমাধ্যমে এক পাকিস্তানি সমর্থকের একটি ভাইরাল ভিডিও আছে। ২০১৯ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর ওই দর্শক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যামেরার সামনে বলেছিলেন, ‘এক দম সে ওয়াক্ত বদল দিয়া, যাজবাত বদল দিয়ে, জিন্দেগি বদল দি’। যার বাংলা দাঁড়ায় অনেকটা ‘একেবারে সময় বদলে দিল, অনুভূতি বদলে দিল, জীবন বদলে দিল।’

বৈভব সূর্যবংশীকে ঘিরে এই কথাটা আজ মনে পড়তে পারে অনেকেরই। মাত্র তিন দিন আগে রেকর্ড সেঞ্চুরিতে ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের চেয়েও আলোড়ন তোলা আবির্ভাব ঘটেছে সূর্যবংশীর, এমনও বলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনের মতো ক্রিকেট বিশ্লেষক।

সেই সূর্যবংশী দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার পরের ম্যাচেই আজ আউট হয়েছেন শূন্য রানে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বদল দ

এছাড়াও পড়ুন:

আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন

‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।

‘ডর’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ