আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পুরানা পল্টনস্থ মুক্তিভবনের সামনের আঙিনায় ছাত্র-যুব-শ্রমিক সংহতি সমাবেশ আয়োজিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ গৃহশ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গৃহ শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক ময়না আক্তার। 

এসময় বাংলাদেশ গৃহ শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা সাখারভ হোসেন সেবকের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু। 

আরোও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)’র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র(টিউসি)’র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আসলাম খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র(টিউসি), ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মেহেদী হাসান নোবেল, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ প্রমুখ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ বলেন, ‘ব্যবস্থা বদল ছাড়া শ্রমিক-মেহনতী মানুষের মুক্তির কোনোও পথ নেই। ইতিহাস বলে, সকল সংকটে সামনে থেকে লড়াই করেছে এদেশের সংগ্রামী শ্রমিকজনতা। তবুও বারবার শাসকগোষ্ঠী পরিবর্তন হলেও তাদের চরিত্রে কোনোও পরিবর্তন হয়নি। নতুন মোড়কে সেই পুরনো শোষণ সমাজে জিইয়ে রাখা হয়েছে। তাই শোষণের কল এই সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে শ্রমিক-বান্ধব সমাজ গড়ে তুলতে হবে।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাত্র নেতা বাহাউদ্দীন শুভ বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে ক্ষমতার মসনদে বসা অন্তর্বর্তীকালীন সরকার পতিত স্বৈরাচারের পথেই হাঁটছে। আগস্টের পরেও রাষ্ট্রীয় পুলিশের হাতে শ্রমিক খুন হয়েছে। শ্রম ভবনের সামনে আমরা বামপন্থী ছাত্ররা যখন শ্রমিকদের ন্যয়সঙ্গগ লড়াইয়ে সংহতি জানাতে গিয়েছি পুলিশ তখন আমাদের সহযোদ্ধাদের উপরেও চড়াও হয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ারী উচ্চারণ করে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্রে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা না হলে আরেকটা অভ্যুত্থান আপনাদের মোকাবিলা করতে হবে। আমরা লড়াইয়ের ময়দানে পিছু হটতে শিখিনি।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ