রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) নির্বাচন বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২ মে) নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও পদপ্রার্থীদের কঠোর আন্দোলনের‌ মুখে নির্বাচন প্রসঙ্গে নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

উপাচার্য বলেছেন, শুক্রবার একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে। সেই অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশনাররা নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করবেন।

রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ আন্দোলনকারীদের উদ্দেশে বলেছেন, আজকে আপনারা চলে যাবেন। কিন্তু, যেকোনো সময় এখানে বসার জন্য প্রস্তুত থাকবেন। প্রশাসন অনেক নিয়ম দেখায়। তারা যদি এতই নিয়ম মানে, তাহলে কেন নির্বাচন স্থগিত করলেন? আজকের দেওয়া প্রতিশ্রুতি যদি প্রশাসন রক্ষা করতে না পারে, তাহলে আমরা আবার উপাচার্যের বাড়ির সামনে অবস্থান করব।

বুধবার (৩০ এপ্রিল) রুয়ার প্রধান নির্বাচন কমিশনার ও এক জন কমিশনার পদত্যাগ করেন। এরপর রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.

ইফতেখারুল আলম মাসউদের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরদিন সকালে রুয়ার পদপ্রার্থীরা নির্বাচন বন্ধ না করার দাবিতে অ্যাডহক কমিটির আহ্বায়কের কাছে স্মারকলিপি দেন। অন্যদিকে, বিএনপিপন্থি পদপ্রার্থীরা নির্বাচন বর্জন করেন।

কিছু সমস্যা দেখিয়ে ৯ মে রুয়ার পুনর্মিলনী এবং ১০ মে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অ্যাডহক কমিটি।

ঢাকা/ফাহিম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কানাডায় ২২ পাঞ্জাবি বংশোদ্ভূত এমপির জয়

কানাডার ফেডারেল নির্বাচনে এবার ভারতীয় পাঞ্জাবি বংশোদ্ভূতদের সংখ্যা বেড়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ২২ জন পাঞ্জাবি হাউস অব কমন্সে জায়গা করে নিয়েছেন।

এবারের নির্বাচনে কানাডার রাজনীতিতে পাঞ্জাবি বংশোদ্ভূতদের ক্রমান্বয়ে আধিপত্য বাড়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। দেশটির পার্লামেন্টে এখন পাঞ্জাবি অধিবাসীদের ৬ শতাংশের বেশি প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হলো।

পাঞ্জাবি জনগোষ্ঠীর ঘনত্ব বেশি ব্রাম্পটন শহরে। সেখানকার নির্বাচনী ফলাফল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে পাঁচটি আসনে পাঞ্জাবি নামধারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

উদারপন্থি ও রক্ষণশীল উভয় দলেই পাঞ্জাবি প্রার্থী জয়লাভ করেছেন। ব্র্যাম্পটন নর্থে উদারপন্থি দলের রুবি সাহোতা রক্ষণশীল দলের আমনদীপ জুড়্গেকে পরাজিত করেন। বিবিসি।

সম্পর্কিত নিবন্ধ