লাক্স তারকা অভিনেত্রী সেমন্তী সৌমি। ছোট পর্দার কাজ নিয়মিত করছেন। ওয়েব-সিনেমাও অভিনয় করেছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণে মাঝে মাঝে আলোচনায় উঠে আসেন। বিশেষ করে তার ‘খোলামেলা’ পোশাকের জন্য বারবার সমালোচিত হন। এ নিয়ে সোশ্যাল মিডিয়াও জোর চর্চা হয়।
সেমন্তী সৌমি এ বিষয়ে নীরবতা ভেঙেছেন। সমালোচিত হওয়ার কারণ জানিয়ে এ অভিনেত্রী বলেন, “আগে মানুষ কাজ দিয়ে চিনতেন। এখন তো আসলে রিলসের যুগ। যেখানেই যাই মানুষ মোবাইল দিয়ে একটা রিলস নেয় আর ভাইরাল হয়ে গেল। এভাবে আমি আলোচিত-সমালোচিত হয়েছি।”
সেমন্তী সৌমি
আরো পড়ুন:
‘কুরুলুস উসমান’ সিরিজে ‘তুরগুত আল্প’, ভক্তদের উচ্ছ্বাস
সিদ্দিককে লাঞ্ছিত, শিল্পীদের বিরুদ্ধে মামলা: যা বললেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি
সব ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেমন্তী সৌমি। তার ভাষায়— “পোশাকের ব্যাপারে বলতে গেলে এটা আসলে ক্যারি করার বিষয়। আমি খোলামেলা পোশাকও পরতে পারি আবার একটা নরমাল টি-শার্টও পরতে পারি। এটা কোনো বড় বিষয় না। আমি বয়ে বেড়াতে পারি, তাই যে ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করি, সে ধরনের পোশাকই পরি।”
বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে সেমন্তী সৌমি বলেন, “আমি নাটকে নিয়মিত অভিনয় করছি, ওয়েব কনটেন্টেও কাজ করছি। তবে চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন সিনেমা আর গল্প হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের সিনেমার অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।”
এদিকে, ওটিটি সিরিজে সৌমির অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদ পরিচালিত একটি ওয়েব সিরিজে কাজ করার গুঞ্জন উড়ছে। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও এ বিষয়ে কিছু জানাতে নারাজ এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক স মন ত
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট