আইপিএলে শুরুটা দুর্দান্ত হয়েছে বৈভব সূর্যবংশীর। অভিষেকে ঝড়ো এক ইনিংস খেলেছে সে। তৃতীয় আইপিএল ইনিংসে সেঞ্চুরির দেখা পায় ১৪ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার। তাও সেটা ৩৫ বলে। ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির কীর্তিও গড়েছে। সেটাও সবচেয়ে কম বয়সে। 

বৈভব অবশ্য মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বৃহস্পতিবার রাতের ম্যাচে শূন্য করে আউট হয়েছে। তাতে বৈভবের প্রতিভা নিয়ে প্রশ্ন ওঠেনি। বরং প্রশ্ন উঠছে- বৈভব কি ভারতের হয়ে এখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন?? 

সেপ্টেম্বর-অক্টোবরের টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ কিংবা ২০২৬ সালের ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপ দলে কি তাকে রাখা যাবে। আইসিসির নিয়ম অনুযায়ী, উত্তর হলো- না। কারণ নূন্যতম ১৫ বছর বয়স না হলে আইসিসির নিয়মে কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না। 

বৈভবের ১৫ বছর পূর্ণ হবে ঠিক টি-২০ বিশ্বকাপের পরে। সেজন্য আনুষ্ঠানিক নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট আরও প্রায় এক বছর তিনি খেলতে পারবেন না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যদি আইসিসির কাছে চিঠি দিয়ে অনুমতি চায় সেক্ষেত্রে অনুমতি মিলতেও পারে। 

উপায় আছে, আরও একটি। বৈভবের সার্টিফিকেট বয়স ১৪ বছর এক মাস হলেও তার মূল বয়স নাকি আরও প্রায় দেড় বছর বেশি। অর্থাৎ তার প্রকৃত বয়স সাড়ে ১৫ বছর। জন্ম নিবন্ধন এফিডেভিট করে তার বয়স ঠিক করে নিলে খেলতে অসুবিধা হবে না।

ভারতের অবশ্য খেলোয়াড়ের অভাব নেই। বৈভককে তাই এখনই আন্তর্জাতিক ক্রিকেটে খেলানোর কথা বিসিসিআই ভাবছে বলে মনে হয় না। বরং তাকে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আরও ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হতে পারে। রঞ্জি ট্রফি, দুলিপ ট্রফিতে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়া হতে পারে। সেজন্য আনা হতে পারে ঘরোয়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে।      

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব স স আই আইস স প রব ন

এছাড়াও পড়ুন:

অবশেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা, তবে…

অবশেষে ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফিরছে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, খুব শিগগিরই তারা সমর্থকদের জন্য উন্মুক্ত অনুশীলনের আয়োজন করবে। নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যুতে মাঠে নামবে দল, আর গ্যালারিতে বসে তা দেখবেন সমর্থকেরা। তবে এখনই এই মাঠে কোনো ম্যাচ খেলবে না বার্সা।

লা লিগার চ্যাম্পিয়নরা আপাতত অনুমতি পেয়েছে ২৫ হাজার ৯৯১ দর্শক নিয়ে ক্যাম্প ন্যুতে খেলা আয়োজনের। তবে বার্সেলোনা এখনই ঘরের মাঠে ফিরছে না। ৪৫ হাজার ৪০১ দর্শককে জায়গা দেওয়ার অনুমতি চেয়েছে লিগ কর্তৃপক্ষের কাছে। আশা করছে, আরও কিছু সংস্কারের পর সেই অনুমতি মিলবে।

প্রায় ৯০০ দিন পর ক্যাম্প ন্যুতে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করবে বার্সেলোনা

সম্পর্কিত নিবন্ধ

  • অনলাইনে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’ শেষ হচ্ছে আজ, ‘ঘুরে আসুন’ এখনই
  • সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই ভারতে ফিরতে পারছেন না আইয়ার
  • কুষ্টিয়ায় রেলসেতুর নিচে নারীর মরদেহ, ছেলের দাবি হত্যা
  • অবশেষে ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা, তবে…