বৈভব সূর্যবংশী কি এখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন
Published: 2nd, May 2025 GMT
আইপিএলে শুরুটা দুর্দান্ত হয়েছে বৈভব সূর্যবংশীর। অভিষেকে ঝড়ো এক ইনিংস খেলেছে সে। তৃতীয় আইপিএল ইনিংসে সেঞ্চুরির দেখা পায় ১৪ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার। তাও সেটা ৩৫ বলে। ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির কীর্তিও গড়েছে। সেটাও সবচেয়ে কম বয়সে।
বৈভব অবশ্য মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বৃহস্পতিবার রাতের ম্যাচে শূন্য করে আউট হয়েছে। তাতে বৈভবের প্রতিভা নিয়ে প্রশ্ন ওঠেনি। বরং প্রশ্ন উঠছে- বৈভব কি ভারতের হয়ে এখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন??
সেপ্টেম্বর-অক্টোবরের টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ কিংবা ২০২৬ সালের ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপ দলে কি তাকে রাখা যাবে। আইসিসির নিয়ম অনুযায়ী, উত্তর হলো- না। কারণ নূন্যতম ১৫ বছর বয়স না হলে আইসিসির নিয়মে কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না।
বৈভবের ১৫ বছর পূর্ণ হবে ঠিক টি-২০ বিশ্বকাপের পরে। সেজন্য আনুষ্ঠানিক নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট আরও প্রায় এক বছর তিনি খেলতে পারবেন না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যদি আইসিসির কাছে চিঠি দিয়ে অনুমতি চায় সেক্ষেত্রে অনুমতি মিলতেও পারে।
উপায় আছে, আরও একটি। বৈভবের সার্টিফিকেট বয়স ১৪ বছর এক মাস হলেও তার মূল বয়স নাকি আরও প্রায় দেড় বছর বেশি। অর্থাৎ তার প্রকৃত বয়স সাড়ে ১৫ বছর। জন্ম নিবন্ধন এফিডেভিট করে তার বয়স ঠিক করে নিলে খেলতে অসুবিধা হবে না।
ভারতের অবশ্য খেলোয়াড়ের অভাব নেই। বৈভককে তাই এখনই আন্তর্জাতিক ক্রিকেটে খেলানোর কথা বিসিসিআই ভাবছে বলে মনে হয় না। বরং তাকে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আরও ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হতে পারে। রঞ্জি ট্রফি, দুলিপ ট্রফিতে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়া হতে পারে। সেজন্য আনা হতে পারে ঘরোয়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব স স আই আইস স প রব ন
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা, হাসপাতাল বন্ধ
চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক দাফনের সময় নড়ে ওঠা এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয় শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় আগামী দুই দিনের মধ্যে রোগীদের অন্যত্র স্থানান্তর করে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দি ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন হাসপাতালটিতে নানা অবৈধ কার্যক্রম চলে আসছে। ওই নবজাতকের জন্মও হয় এই হাসপতালে। জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা করার ভিডিও ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের এবং পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নবজাতককে কবরস্থানে নিয়ে আসা ওয়ার্ড বয় ফারুক গাজীকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবর স্থানের কেয়ারটেকার মো. শাহজাহান মিয়াজী।
এদিকে দি ইউনাইটেড হাসপাতালে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, “হাসপাতালে এসে ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। তাদের সাথে ফোনে যোগাযোগ করেও কোন সাড়া মিলেনি। চিকিৎসক নেই, হাসপাতালের প্যাথলজি ও ওটির সঠিক পরিবেশ নেই। একই সাথে পোস্ট অপারেটিভ রোগীর জন্য কোন সুব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্রও নবায়ন নেই।”
তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সীলগালা করা হয়েছে। একই সাথে রোগীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের অভিযানে পরিচালিত কার্যক্রম সিভিল সার্জন বরাবর প্রদান করা হবে। সিভিল সার্জন হাসপাতালের নিবন্ধন বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন।”
এ ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।
অপরদিকে ভ্রাম্যমাণ আদালত শেষে হাসপাতালের ড্রাগ সনদসহ যাবতীয় কার্যক্রম পরীক্ষা করে দেখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।
ঢাকা/অমরেশ/এস