গাজীপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে নগদ-এর ডিস্ট্রিবিউটর অফিস ‘মাল্টি পয়েন্ট বিডি’ থেকে ডাকাতি হওয়া ৯৮ লাখ টাকার ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা। 

শুক্রবার (২ মে) সকালে গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর (হাজী বাড়ি) গ্রামের হাসান বেপারীর ছেলে আব্দুর রহমান রাজন (২৮), কিশোরগঞ্জের ইটনা উপজেলার কাহনিয়া গ্রামের ফারুকের ছেলে রবিউল ইসলাম (৩০), পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোট চরশিবা গ্রামের হাসান মৃধার ছেলে উজ্জল (৩৬) এবং মিরাজ (২৫)। এরা গাজীপুরের বাসন থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। তাদেরকে বৃহস্পতিবার (১ মে) গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়া এলাকার রিয়াজ টাওয়ারের ৬ষ্ঠ তলায় নগদ-এর এই ডিস্ট্রিবিউটর অফিসটিতে গত ১৪ এপ্রিল ডাকাতি সংঘটিত হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর পিবিআই’র উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত বিশ্বাস জানান, গত ১৪ এপ্রিল বিকেল পৌনে ৬ টায় ৩-৪ জন মাল্টি পয়েন্ট বিডি অফিসে প্রবেশ করে নিজেদেরকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দেয়। ওই প্রতিষ্ঠানে অনলাইনে ক্যাসিনো (জুয়া) এবং অবৈধ লেনদেনের ব্যবসা চলে দাবি করে কর্মকর্তা ও কর্মচারীদেরকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা অফিসের ভল্টে থাকা নগদ ৯৮ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। 

পরে প্রতিষ্ঠানের জিএম মোহাম্মদ একরামুল হক বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর পল্টন থানার ফকিরাপুল (কাঁচাবাজার) এলাকা থেকে আসামী আব্দুর রহমান  রাজনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী এ ঘটনায় জড়িত রবিউল ইসলাম, উজ্জল এবং মিরাজকে বুধবার (৩০ এপ্রিল) ভোলার দুলারহাট থানার শিকদারচর (কিল্লার মাঠ) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে দুই মাস পূর্বে আসামি আব্দুর রহমানের সাথে মহানগরীর চান্দনা ঈদগাহ মাঠে পরিচয় হয় রবিউলের। তখন আব্দুর রহমান তাকে জানায় তাদের অফিসে অনলাইনে ক্যাসিনো এবং অবৈধ লেনদেনের ব্যবসা চলে। রবিউল ১০-১৫ দিন পর আব্দুর রহমানকে নিয়ে তার বন্ধু মিরাজের কাছে গিয়ে তাদের অফিসে অনলাইন ক্যাসিনোর ব্যবসার কথা জানায়। এর ৪-৫ দিন পর মিরাজ তার সহোদর ভাই উজ্জলকে নিয়ে আব্দুর রহমানের কাছে আসে। উজ্জল রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা (ডিবি) অফিসে চাকরি করে জানালে মিরাজ এবং উজ্জল পরিকল্পনা করে ডিবি পরিচয়ে তারা নগদ ডিস্ট্রিবিউটর অফিসে ঢুকে কম্পিউটার তল্লাশি দিয়ে ক্যাসিনোর সাথে সম্পৃক্ততার তথ্য সংগ্রহ করে অফিসের টাকা পয়সা হাতিয়ে নিবে। পরিকল্পনা অনুযায়ী রবিবার (১৪ এপ্রিল) বিকেলে উজ্জ্বল, মিরাজসহ তাদের চার সহযোগী নগদ ডিস্ট্রিবিউটর অফিসে ডিবি পরিচয়ে প্রবেশ করে অবৈধ ক্যাসিনোর সাথে সম্পৃক্ততার কথা বলে অস্ত্রের মুখে কর্মকর্তা কর্মচারীদের ভয় দেখিয়ে অফিসের ভল্ট থেকে ৩ টি ব্যাগে করে ৯৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তাদের সাথে আরো ৬জন তারা মোট ১০ জন ছিল।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, “এটি একটি ডাকাতির ঘটনা। পুলিশ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে।”

ঢাকা/রেজাউল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর প ব আই ২২ ল খ র অফ স

এছাড়াও পড়ুন:

ফ্লো সাইটোমেট্রি: রক্তরোগ চিকিৎসায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

রক্তরোগ নির্ণয় ও চিকিৎসায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্লো সাইটোমেট্রি: মৌলিক থেকে অ্যাডভান্সড’ শীর্ষক দুই দিনের এক কর্মশালা শুক্রবার শেষ হয়েছে। রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার এ কর্মশালার আয়োজন করে ‘ইয়াং হেমাটোলজিস্টস অব বাংলাদেশ’। এতে অংশ নেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের রক্তরোগবিশেষজ্ঞ অধ্যাপক এনজি হেং জু ও সিংহেলথের আন্তর্জাতিক সহযোগী দপ্তরের পরিচালক বিজয়া রাও।

সমাপনী দিনে অংশগ্রহণকারী তরুণ হেমাটোলজিস্টদের হাতে সনদ তুলে দেন রেনাটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এস কায়সার কবির। তিনি বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও বাংলাদেশের তরুণ রক্তরোগবিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে কর্মশালার এ আয়োজন ছিল চমৎকার সম্পর্ক তৈরির উৎস। বিশেষ করে এখানে বাংলাদেশের ৮৭ তরুণ রক্তরোগবিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, রেনাটা পিএলসি এ অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার হিসেবে রক্তরোগ গবেষণায় তরুণ চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে উৎসাহিত করেছে।

বাংলাদেশ হেমাটোলজি সোসাইটির সায়েন্টিফিক সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, এ কর্মশালার মাধ্যমে তরুণ চিকিৎসকেরা আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ হেমাটোলজি সোসাইটির সভাপতি আমীন লুৎফুল কবীর, সাধারণ সম্পাদক মো. আদনান হাসান মাসুদসহ তরুণ হেমাটলজিস্টরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ