বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএস পরীক্ষা লইয়া সরকারি কর্ম কমিশন- পিএসসিতে যাহা চলিতেছে তাহা দুর্ভাগ্যজনক। শুক্রবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পুনর্গঠিত পিএসসি ৪৬তম বিসিএসের লিখিত ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারির তারিখ পিছাইয়াছে। ইহার পূর্বে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ দুই দফা পিছাইয়াছেন তাহারা। দফায় দফায় লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত হইবার কারণে রীতিমতো বিসিএসে জট সৃষ্টি হইয়াছে, যাহার সমাধান দ্রুত না হইলে পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করিতে পারে। কারণ বারংবার বিসিএস পরীক্ষা পিছাইলে শুধু চাকুরিপ্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হইবেন না; রাষ্ট্রও উহার নানাবিধ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দক্ষ ও মেধাবী কর্মকর্তা নিয়োগে ব্যর্থ হইবে। এহেন পরিস্থিতিতে শেষাবধি ক্ষতিগ্রস্ত হইবেন বিভিন্ন সরকারি সেবাপ্রত্যাশী মানুষ।
প্রতিবেদনমতে, চার বৎসর যাবৎ কোনো বিসিএসের চূড়ান্ত ফল না হইবার কারণে বিপুলসংখ্যক প্রার্থী ৪৪ হইতে ৪৭তম– এই চারটি বিসিএসেই আবেদন করিয়াছেন। চাকুরিস্থলে প্রবেশের বয়স বজায় থাকিতেই তাহারা এই সকল পরীক্ষায় অংশগ্রহণ করিতে চান। স্বাভাবিকভাবেই এই চার বিসিএস লইয়া প্রবল চাপ তৈয়ার হয় পিএসসির উপর। চাকরিপ্রার্থীদের কথা বিবেচনা করিয়া পিএসসিও দ্রুত সকল পরীক্ষা সম্পন্নকরণের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাসূচি একই সময়ে নির্ধারণ করায় বিপত্তি বাধে। উপরন্তু ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পূর্বেই ৪৬তমের লিখিত পরীক্ষাসূচি ঘোষণা করিবার কারণে অনেক প্রার্থী তিনটি বিসিএসে (৪৪, ৪৫ ও ৪৬তম) অবতীর্ণ হইতে বাধ্য হইতেছেন। তদুপরি, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখও ঘোষণা করে পিএসসি। তিনটি লিখিত পরীক্ষা দিয়া আবার ৪৭তম প্রিলিমিনারির জন্য প্রস্তুতি গ্রহণ এই সকল প্রার্থীর জন্য সত্যই কষ্টকর। তবে দুঃখজনক হইল, বিষয়টি লইয়া দফায় দফায় পিএসসি চেয়ারম্যান ও সদস্যদের সহিত তাহারা আলোচনা করিবার পরও সমাধান পান নাই।
এদিকে গত বৎসরের এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উত্থাপিত হয়। পিএসসি তাহা আমলে না লইলে আন্দোলনকারীরা আরও বিক্ষুব্ধ হইয়া উঠেন। স্পষ্টত, পরীক্ষা-সংক্রান্ত বিষয়াদি সুসম্পন্নকরণে পিএসসি তালগোল পাকাইয়া ফেলিয়াছে। ইহার খেসারত দিতে হইতেছে সাধারণ বিসিএস প্রার্থীদের। তবে দফায় দফায় পরীক্ষার তারিখ পিছাইবার পশ্চাতে পিএসসির উপর ‘অদৃশ্য প্রভাব’ ক্রিয়াশীল বলিয়া আলোচনা বিস্তর। অভিযোগ উঠিয়াছে, সরকারের দুইজন উপদেষ্টা এবং একটি রাজনৈতিক দলের চাপের কারণে পিএসসি কোনো সিদ্ধান্তে স্থির থাকিতে পারিতেছে না। প্রতিবেদনে বলা হইয়াছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিক সমিতির অফিসে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এবং পিএসসি সদস্যদের মধ্যকার দীর্ঘ আলোচনার পর পিএসসি লিখিত পরীক্ষা আপাত স্থগিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে। তাহা ঘোষণা করেন পিএসসির জনৈক সদস্য। এই বিস্ময়কর ঘটনাটি ঘটিয়াছে সরকারের একজন উপদেষ্টার চাপাচাপির ফলে। পিএসসি একটা সাংবিধানিক, স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। উহার কার্যক্রমে সরকারের উপদেষ্টারা অযাচিত হস্তক্ষেপ করিলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হইবারই কথা। স্মরণ করা যাইতে পারে, অন্তর্বর্তী সরকার গঠনের পর পিএসসির পুনর্গঠন লইয়াও বহু নাটকীয়তা পরিলক্ষিত হইয়াছে। প্রথমে এক দল সদস্যকে নিযুক্তির পর রহস্যময় কারণে অত্যন্ত দ্রুততায় সকলের নিয়োগ বাতিল হইয়া যায়। নিযুক্ত করা হয় নূতন ১৫ জনকে। একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে এহেন কাণ্ড কল্পনাতীত।
সাম্প্রতিক অতীতে বিসিএস পরীক্ষা লইয়া বহু কিছু ঘটিয়াছে। বিসিএসে নিয়োগ শিক্ষার্থীদের নিকট কতটা আরাধ্য বিষয়, সম্ভবত উহা ব্যাখ্যা করিবার কিছু নাই। যেই দেশে এখনও লক্ষ লক্ষ শিক্ষার্থী উচ্চশিক্ষা সমাপ্ত করিয়া বৎসরের পর বৎসর বিসিএসের জন্য অপেক্ষমাণ, সেই দেশে যখন পিএসসির অভ্যন্তরীণ সমস্যা বা সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষা বারংবার পিছাইয়া যায়, তাহা একেবারেই গ্রহণযোগ্য হইতে পারে না। আমাদের প্রত্যাশা, সরকার পিএসসিকে নিজস্ব আইন ও বিধি অনুযায়ী চলিতে দিবে এবং পিএসসি অবিলম্বে চাকুরিপ্রত্যাশীদের আকাঙ্ক্ষা পূরণে যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করিবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল খ ত পর ক ষ ব স এস র ব স এস প পর ক ষ র সরক র র প এসস র ত হইব সদস য
এছাড়াও পড়ুন:
জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশালে ধারণকৃত সেই ‘ইত্যাদি’ শুক্রবার
শুক্রবার ছুটির দিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ত্রিশালের দরিরামপুরে ধারণ করা ‘ইত্যাদি’র একটি সংকলিত পর্ব। জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’র শতবর্ষ উদ্যাপন উপলক্ষে কবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালের এই স্থানকে ২০২২ সালের জুলাই মাসে প্রচারিত ‘ইত্যাদি’র ধারণস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। জাতীয় কবির বিভিন্ন অমর কবিতা ও তাঁর প্রতিকৃতি দিয়ে সাজানো দৃষ্টিনন্দন মঞ্চের সামনে কয়েক হাজার দর্শক নিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়। পাশাপাশি সংকলিত ‘ইত্যাদি’তে অন্য পর্বের কিছু অংশও দেখানো হবে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, আলোচিত এই ‘ইত্যাদি’তে একটি জনপ্রিয় নজরুলসংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ। রয়েছে জাতীয় কবির তিনটি গান ও দুটি কবিতার সমন্বয়ে সৃষ্ট একটি সংগীতের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন মেহেদী।
জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণার শতবর্ষ উদ্যাপন উপলক্ষে কবি নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালের এই স্থানকে ২০২২ সালের জুলাই মাসে প্রচারিত ‘ইত্যাদি’র ধারণস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ফাগুন অডিও ভিশনের সৌজন্যে