ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত হয়েছে। আলোচনা কীভাবে এগোবে, তা নিয়ে তেহরান ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান মতবিরোধ দেখা দেয়। ফলে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এরই মধ্যে তিন দফায় আলোচনা হয়েছে। আজ শনিবার  ইতালির রোমে চতুর্থ দফার আলোচনা হওয়ার কথা ছিল। মাত্র দু’দিন আগে বৃহস্পতিবার আলোচনা স্থগিত করা হলো। রয়টার্স জানায়, ঊর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা বলেছেন, ‘ওয়াশিংটনের অবস্থানের ওপর নির্ভর করে আলোচনার নতুন তারিখ ঠিক করা হবে।’

কারণ হিসেবে ওই কর্মকর্তা আলোচনার মধ্যে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন। পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক উপায়ে বিরোধ মেটাতে সহায়ক নয়। যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করে আলোচনার পরবর্তী দফার তারিখ জানানো হবে– বলেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র পরম ণ

এছাড়াও পড়ুন:

নিজেকে পোপ হিসেবে চিত্রিত করে ছবি পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে ট্রাম্প নিজেকে পোপ হিসেবে চিত্রিত করেছেন তিনি।

গত সপ্তাহে ক্যাথলিক চার্চের গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। চলতি সপ্তাহে ১১৪০ কোটিন জনসংখ্যার ক্যাথলিক চার্চের নতুন নেতা নির্বাচনের জন্য কার্ডিনালদের সমাবেশের আগে ট্রাম্প এ ছবি পোস্ট করলেন।

শুক্রবার গভীর রাতে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি পোস্ট করে ট্রাম্প রসিকতা করে বলেছেন, ‘তিনি পোপ হতে চান।’

ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখহীন ট্রাম্প একটি অলংকৃত চেয়ারে বসে আছেন, সাদা পোপের পোশাক এবং মাথায় পাগড়ি পরে আছেন এবং তিনি ডান হাতের তর্জনী উঁচু করে রেখেছেন।

এই অসম্মানজনক পোস্টটি এক্স-এ তাৎক্ষণিকভাবে ক্ষোভের সৃষ্টি করেছে। ক্ষোভ প্রকাশকারীদের মধ্যে রিপাবলিকানরাও রয়েছেন।

তারা ট্রাম্পের এই কাণ্ডকে ‘ক্যাথলিকদের প্রতি স্পষ্ট অপমান এবং তাদের বিশ্বাসের প্রতি উপহাস’ বলে অভিহিত করেছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ