ইউনাইটেড পিপল গ্লোবালের (ইউপিজি) লিডারশিপ প্রোগ্রামে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহীম আলী রাজু। ফলে ফুল-ফান্ডেড স্কলারশিপে যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ডে সপ্তাহব্যাপী লিডারশিপ ট্রেইনিংয়ে অংশ নেবেন তিনি।
২০২৪ সালে এ প্রোগ্রামের জন্য সারাবিশ্ব থেকে ১৩ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে এক হাজার জনকে অনলাইনে ৯ সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের মধ্য থেকে ৫০০ জনকে সার্টিফাইড লিডার হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে নেতৃত্বগুণ, দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে সর্বোত্তম ৬০ জনকে যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ডে এক সপ্তাহব্যাপী বিশেষ লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে উন্মুক্ত ভোটের মাধ্যমে দু’জন প্রতিনিধি নির্বাচিত করা হয়।
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিনিধি হিসেবে বাংলাদেশ থেকে ইব্রাহীম আলী রাজু নির্বাচিত হয়েছেন এবং তিনি হারিকেন আইল্যান্ডে এ অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। এ বিষয়ে ইব্রাহীম আলী রাজু বলেন, ‘এ জয় আমি উৎসর্গ করছি দেশের প্রতিটি মানুষকে, যারা একটি করে ভোট দিয়ে, দোয়া করে, শুভকামনা জানিয়ে আমার পাশে ছিলেন। v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অলোক/রাজীব