ইউনাইটেড পিপল গ্লোবালের (ইউপিজি) লিডারশিপ প্রোগ্রামে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহীম আলী রাজু। ফলে ফুল-ফান্ডেড স্কলারশিপে যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ডে সপ্তাহব্যাপী লিডারশিপ ট্রেইনিংয়ে অংশ নেবেন তিনি।
২০২৪ সালে এ প্রোগ্রামের জন্য সারাবিশ্ব থেকে ১৩ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে এক হাজার জনকে অনলাইনে ৯ সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের মধ্য থেকে ৫০০ জনকে সার্টিফাইড লিডার হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে নেতৃত্বগুণ, দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে সর্বোত্তম ৬০ জনকে যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ডে এক সপ্তাহব্যাপী বিশেষ লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে উন্মুক্ত ভোটের মাধ্যমে দু’জন প্রতিনিধি নির্বাচিত করা হয়। 
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিনিধি হিসেবে বাংলাদেশ থেকে ইব্রাহীম আলী রাজু নির্বাচিত হয়েছেন এবং তিনি হারিকেন আইল্যান্ডে এ অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। এ বিষয়ে ইব্রাহীম আলী রাজু বলেন, ‘এ জয় আমি উৎসর্গ করছি দেশের প্রতিটি মানুষকে, যারা একটি করে ভোট দিয়ে, দোয়া করে, শুভকামনা জানিয়ে আমার পাশে ছিলেন। v

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অ্যালবামের নাম ‘প্রাণ-ত’, এনজেল বললেন...

প্রথম মৌলিক গান গেয়েই তারকাখ্যাতি পান এনজেল নূর। ‘যদি আবার’ শিরোনামের গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানেই নিজের জীবনকে গল্প বলার ঢঙে সামনে এনেছেন তিনি। এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। তাঁর প্রথম অ্যালবামের নাম হবে ‘প্রাণ-ত’।

অ্যালবামের এই ব্যতিক্রমী নামকরণ বিষয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণের কাছের, ফলে অ্যালবামের নাম ‘প্রাণ-ত’। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ