মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল ঘাটে লৌহজং নদীর ওপর থাকা বাঁশের সাঁকো জোয়ারের পানির স্রোত আর কচুরিপানার চাপে ভেঙে গেছে। এতে উপজেলার দক্ষিণাঞ্চলের অন্তত ৩৫ গ্রামের মানুষের সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য প্রায় তিন কিলোমিটার ঘুরে তাদের হাসপাতালে আসতে হচ্ছে। গত শনিবার সন্ধ্যা থেকে এই ভোগান্তি চলছে। 
কয়েকদিন ধরেই লৌহজং নদীতে জোয়ারের কারণে পানি বাড়ছে। কুমুদিনী হাসপাতাল ঘাটে নদীতে প্রচুর কচুরিপানা জন্মেছে। শনিবার সন্ধ্যায় জোয়ারের পানি বাড়ার ফলে কচুরিপানার চাপে ওই ঘাটে থাকা সাঁকোটি ভেসে যায়। এবারই প্রথম নয়, প্রতিবছর এই সময়ে সাঁকোটি ভেঙে যায়। এতে ভোগান্তির শিকার হয় নদীর দুই পারের মানুষ। এর পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, এই সাঁকো দিয়ে পৌর এলাকার সাহাপাড়া, সরিষাদাইড়, আন্ধরা ছাড়াও মির্জাপুরের দক্ষিণাঞ্চলের ভাওড়া, বহুরিয়া, উয়ার্শী ইউনিয়নের অন্তত ৩৫ গ্রামের লোকজন নদী পার হয়ে গন্তব্যে পৌঁছায়। কুমুদিনী হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং স্কুল ও কলেজ, ভারতেশ্বরী হোমসের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই নদীর দক্ষিণ পারে থাকেন। তারাও এই সাঁকো ব্যবহার করেন। এ ছাড়া সাঁকো দিয়ে অনেকে মোটরসাইকেলে ঢাকার ধামরাই, মানিকগঞ্জের সাটুরিয়াসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু সাঁকোটি হঠাৎ ভেঙে যাওয়ায় তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে সেখানে পারাপারের জন্য কোনো নৌকার ব্যবস্থাও করা হয়নি।
এদিকে নদীর ওই ঘাট জেলা পরিষদ থেকে প্রতিবছর ইজারা দেওয়া হয়। অজ্ঞাত কারণে সেখানে স্বাধীনতার ৫৩ বছরে সেতু নির্মাণ করা হয়নি। প্রতিবছর ওই স্থানে নদীর পানি বাড়লে সাঁকো ভেঙে দুই পারের মানুষের দুর্ভোগ পোহাতে হয়।
আন্ধরা গ্রামের শেখ আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, মির্জাপুরের দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ কুমুদিনী খেয়াঘাট। এই দুঃখ দূর করতে কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।
মির্জাপুর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের ভাষ্য, সোমবার উপজেলা পরিষদের সভায় বিষয়টি উত্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নদ উপজ ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৫ মে ২০২৫)

বাংলাদেশ ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’ সিরিজ শুরু আজ। আইপিএল, পিএসএল, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।১ম বেসরকারি ওয়ানডে????

বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’
সকাল ৯-৩০ মি. ???? টি স্পোর্টস

আইপিএল????

সানরাইজার্স হায়দরাবাদ-দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা ???? স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস

পিএসএল????

মুলতান সুলতানস-পেশোয়ার জালমি
রাত ৯টা ???? নাগরিক টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ ⚽

ক্রিস্টাল প্যালেস-নটিংহাম ফরেস্ট
রাত ১টা ????স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা ⚽

জিরোনা-মায়োর্কা
রাত ১টা ???? স্পোর্টজেডএক্স অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ