গভীর রাতেও ইছামতী নদীর পাড়ে উৎসুক জনতার ভিড়। অধিকাংশের হাতে টর্চলাইট। তাঁরা দল বেঁধে নদীতে ভেসে ওঠা মৃত মাছ সংগ্রহ করছিলেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার ভোর পর্যন্ত ঢাকার নবাবগঞ্জ উপজেলার সামসাবাদ এলাকায় চলেছে এই অবস্থা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মরা মাছ ভেসে থাকতে দেখে গতকাল মঙ্গলবার বিকেল থেকে ইছামতী নদীর তীরের সামসাবাদ এলাকায় ভিড় জমান কয়েকজন। তাঁদের উপস্থিতির কারণ জানতে অনেকেই সেখানে যান। এরপর নারী-পুরুষনির্বিশেষে অনেকেই নদীতে ভেসে ওঠা বিভিন্ন প্রজাতির মাছ ধরতে শুরু করেন। কেউ খালি হাতে, কেউ গামছা দিয়ে বা পরনের কাপড়ের সাহায্যে এসব মাছ সংগ্রহ করেন।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার ধারণা, নদীতে প্রচুর কচুরিপানার কারণে অক্সিজেন লেবেল কমে মাছ মরে ভেসে উঠছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ