গভীর রাতেও ইছামতী নদীর পাড়ে উৎসুক জনতার ভিড়। অধিকাংশের হাতে টর্চলাইট। তাঁরা দল বেঁধে নদীতে ভেসে ওঠা মৃত মাছ সংগ্রহ করছিলেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার ভোর পর্যন্ত ঢাকার নবাবগঞ্জ উপজেলার সামসাবাদ এলাকায় চলেছে এই অবস্থা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মরা মাছ ভেসে থাকতে দেখে গতকাল মঙ্গলবার বিকেল থেকে ইছামতী নদীর তীরের সামসাবাদ এলাকায় ভিড় জমান কয়েকজন। তাঁদের উপস্থিতির কারণ জানতে অনেকেই সেখানে যান। এরপর নারী-পুরুষনির্বিশেষে অনেকেই নদীতে ভেসে ওঠা বিভিন্ন প্রজাতির মাছ ধরতে শুরু করেন। কেউ খালি হাতে, কেউ গামছা দিয়ে বা পরনের কাপড়ের সাহায্যে এসব মাছ সংগ্রহ করেন।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার ধারণা, নদীতে প্রচুর কচুরিপানার কারণে অক্সিজেন লেবেল কমে মাছ মরে ভেসে উঠছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ