কক্সবাজার সদরের খুরুশকুল কুলিয়াপাড়ায় ‘আল্লাওয়ালা হ্যাচারি’তে আলী আকবর নামের যুবক খুনের ঘটনায় এনসিপি নেতা রাইয়ান কাশেম ও আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমসহ ৬ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। নিহত আলী আকবরের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীর কাশেম (৬০), তার ছেলে ও জেলা এনসিপি নেতা রাইয়ান কাশেম (২৮), আবুল কাশেমের ছেলে তানভীর কাশেম (৫০), আল্লাওয়ালা হ্যাচারীর ম্যানেজার আনোয়ার (৫০), আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ হোছাইন (২৮) এবং রেজাউল করিমের ছেলে মো.

মিজানুর রহমান (১৯)। এছাড়া অজ্ঞাতপরিচয়ে ৪-৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রায়হান কাশেম, মিজান ও আনোয়ার হোসাইন কারাগারে রয়েছেন।

মামলা নথিভুক্ত হওয়ার আগেই মঙ্গলবার পুলিশ হেফাজতে থাকা হ্যাচারি পরিচালক রাইয়ান কাশেমকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। কক্সবাজার সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাভেদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মিজান ও হোসাইন নামের আরও দুজনকে সোমবার কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার জানান, তারা এ ঘটনায় রাইয়ানের সম্পৃক্ততা না থাকার বিষয়ে নানা যুক্তি তুলে ধরেছেন। কিন্তু আদালত এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আদালত রাইয়ানকে সুচিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় কারাগারে থাকা রাইয়ান কাশেম জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। সম্প্রতি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার নেতা হিসেবে কাজ করছেন তিনি।

প্রসঙ্গত, রোববার রাত ১০টার দিকে খুরুশকুলের কুলিয়াপাড়া ও মাঝির ঘাট এলাকার ‘আল্লাওয়ালা হ্যাচারি’ নামে ঘেরে আলী আকবর নামের ওই যুবককে হত্যার অভিযোগ ওঠে। নিহত আলী আকবর খুরুশকুলের কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার ছেলে।

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প ঘটন য় এনস প

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে তাঁতীদল নেতা রুবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের আয়োজনে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মরহুম রুবেল হোসেনের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) বিকালে সিদ্ধিরগঞ্জে বাঘমারাস্থ ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, যুগ্ম-সম্পাদক আল-আমিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন, অর্থ-সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ডেমরা ৬৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক শামীম গাজী, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক ফাহিম, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক রাফি হওলাদার, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা শুভ, রনি, লাদেন, সরকারি তুলারাম কলেজ ছাত্রদল নেতা সুজন, আরো অনেকে।

দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি নজরুল ইসলাম বেলালী।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেন, ২০১৩ সালে হেফাজত ইসলামের আন্দোলনের সময় রুবেলসহ অনেক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গুলিবৃন্ধ হয়ে মারা যান। যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের কে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।

তিনি আরো বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে যারা এই এলাকার আওয়ামীলীগের দোসর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের কে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। 

প্রশাসনের প্রতি আমি আরো আহ্বান জানাবো আমাদের এই ৩নং ওয়র্ডের অনেক জায়গায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে তাদের অতি দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবেন।

এই এলাকা কে মাদক মুক্ত করতে হবে, আজকে মরহুম রুবেলে মৃত্যু বার্ষিকী। মরহুম রুবেল মাদকের বিরুদ্ধে অনেক সাহসী ভূমিকা পালন করেছে। 

আকবর হোসেন আরো বলেন, আমাদের নেতা নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে আমাদের এই এলাকায় সুন্দর প্ররিবেশ তৈরি করেছি, কেহু যেন এই সুন্দর পরিবেশ নষ্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন।

আলোচনা সভা শেষে মরহুম রুবেলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে তাঁতীদল নেতা রুবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • গানে নিজ জন্মস্থানের বীরত্বগাথা-সংগ্রামী অতীত তুলে ধরলেন আসিফ
  • গানে নিজের জন্মস্থানের বীরত্বগাথা-সংগ্রামী অতীত তুলে ধরলেন আসিফ