রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
Published: 9th, May 2025 GMT
রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জে অগ্নিকাণ্ডে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে খানগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, আজ ভোর পাঁচটার দিকে খানগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে আগুন দেখতে পান তাঁরা। পরে দ্রুত রাজবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রাজবাড়ী ও কালুখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কয়েক মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন বলেন, ভোর ৫টা ৮ মিনিটে স্থানীয় এক ব্যক্তি তাঁকে আগুন লাগার খবর দেন। এরপর তিনি রাজবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন এবং ঘটনাস্থলে ছুটে যান। আগুনে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, প্রিন্টার, রাউটার, ফটোকপি মেশিন, ব্রডব্যান্ড ডিভাইস, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সনাজ মিয়া বলেন, ভোর ৫টা ১৩ মিনিটে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
খানগঞ্জ ইউপির চেয়ারম্যান শরিফুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। তবে আগুনে ইউনিয়ন পরিষদের কম্পিউটার রুম সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে মূল্যবান নথিপত্রসহ অনেক কিছুই পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজবাড়ীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাজহারুল ইসলাম, সদর উপজেলার ইউএনও মারিয়া হক, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: খ নগঞ জ
এছাড়াও পড়ুন:
সুন্দরবনের চরে ৭৮ জনকে রেখে গেছে বিএসএফ, দিনাজপুর সীমান্তে ৯ জনকে হস্তান্তর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ৭৮ জন মানুষকে রেখে গেছেন বলে জানিয়েছে বন বিভাগ। পরে বন বিভাগের কর্মীরা আজ শুক্রবার সকালে তাঁদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে এসেছেন। তাঁরা বাংলাদেশি কি না, তা যাচাই করে দেখা হবে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে দিনাজপুরের বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে ভারতে বসবাস করা ৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। পরে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় আটক ব্যক্তিদের বিরল থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, শুক্রবার ভোর চারটার দিকে বিএসএফ সদস্যরা বঙ্গোপসাগরসংলগ্ন সুন্দরবনের গহিনে মান্দারবাড়িয়া এলাকায় কয়েকটি স্পিডবোটে আসেন। পরে তাঁরা মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে স্পিডবোট থেকে নামিয়ে রেখে চলে যান। সকাল নয়টার দিকে বন বিভাগের মান্দারবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাঁদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে জানানো হয়। শুক্রবার রাত পৌনে আটটা পর্যন্ত তাঁরা বন বিভাগের মান্দারবাড়িয়া ক্যাম্পে অবস্থান করছিলেন।
এ বিষয় সুন্দরবন এলাকার বঙ্গোপসাগরে কর্মরত ৮ আরবিজি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজিব মুঠোফোনে বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন। এটি বঙ্গোপসাগর এলাকায়, এখানে আরবিজি কাজ করে থাকে। তারা বিস্তারিত জানাতে পারবে। তারা বাংলাদেশি কি না, তা যাচাই–বাছাই করে দেখা হবে। তা ছাড়া তাঁদের কী কারণে সুন্দরবনের মধ্যে রেখে যাওয়া হয়েছে, তা–ও দেখা হবে। বিস্তারিত পরে জানতে পারবেন।
আরও পড়ুনবড়লেখা সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৪৪ জনকে পুলিশে হস্তান্তর করল বিজিবি৫ ঘণ্টা আগেএদিকে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ৯ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে ভারতে কাজের জন্য যান। কাজ শেষে বাংলাদেশে ফেরত আসার সময় শুক্রবার সকালে বিএসএফের হাতে আটক হন। পরে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাতটায় কিশোরীগঞ্জ সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম আটক ব্যক্তিদের বিরল থানায় হস্তান্তর করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেল–হাজতে পাঠানো হবে।
আরও পড়ুনকমলগঞ্জ সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১৫ জনকে পুলিশে হস্তান্তর১ ঘণ্টা আগে