রাজবাড়ীতে আগুনে পুড়ে গেছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
Published: 9th, May 2025 GMT
রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জে অগ্নিকাণ্ডে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে খানগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, আজ ভোর পাঁচটার দিকে খানগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে আগুন দেখতে পান তাঁরা। পরে দ্রুত রাজবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রাজবাড়ী ও কালুখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কয়েক মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন বলেন, ভোর ৫টা ৮ মিনিটে স্থানীয় এক ব্যক্তি তাঁকে আগুন লাগার খবর দেন। এরপর তিনি রাজবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন এবং ঘটনাস্থলে ছুটে যান। আগুনে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, প্রিন্টার, রাউটার, ফটোকপি মেশিন, ব্রডব্যান্ড ডিভাইস, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সনাজ মিয়া বলেন, ভোর ৫টা ১৩ মিনিটে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
খানগঞ্জ ইউপির চেয়ারম্যান শরিফুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে যেতে পারেননি। তবে আগুনে ইউনিয়ন পরিষদের কম্পিউটার রুম সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে মূল্যবান নথিপত্রসহ অনেক কিছুই পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজবাড়ীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাজহারুল ইসলাম, সদর উপজেলার ইউএনও মারিয়া হক, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: খ নগঞ জ
এছাড়াও পড়ুন:
পুরুষ ও মহিলা কাবাডি দলকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুরুষ ও মহিলা কাবাডি দলকে আর্থিক অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার রাতে (৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক দুই দলের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচার ও প্রসারে ক্রীড়ামুখী ও তারুণ্যবান্ধব এই উদ্যোগ নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
দেশীয় ও ঐতিহ্যবাহী ক্রীড়ার উন্নয়ন ও প্রতিভা বিকাশে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বরাবরই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার মো. জাকারিয়া ইমতিয়াজ রবিবার বলেন, খেলাধুলা থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলায় সবকিছুই এখন সুশৃঙ্খলভাবে চলছে। এই বিষয়ে জেলা প্রশাসকের অনেক অবদান আছে।
তিনি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামের সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বরাদ্দের ব্যবস্থা করেছেন। দ্রুতই ফুটবল মাঠ সংস্কার হবে।