দীপ্ত স্টার হান্টে বিজয়ী দীপ্তি-শাকিব
Published: 10th, May 2025 GMT
‘দীপ্ত স্টার হান্ট’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত ১০টায় দীপ্ত টিভিতে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছেন কিশোরগঞ্জের মেয়ে মিষ্টি ঘোষ এবং বরিশালের ছেলে শাকিব হোসেন।
‘দীপ্ত স্টার হান্ট’-এর এবারের এই আয়োজনে প্রথম রানার্সআপ হয়েছেন যশোরের ফারিহা রহমান ও বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান।
বিজয়ী শাকিব হোসেন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘‘ছোটবেলা থেকে স্টেজে পারফর্ম করেছি, তাই নার্ভাস হইনি। এর আগে ক্যামেরার পেছনের কাজের অভিজ্ঞতা আমাকে এগিয়ে নিয়েছে।’’
আরো পড়ুন:
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন
গর্ভাবস্থার শেষ তিন মাসের অভিজ্ঞতা জানালেন দীপিকা
আরেক বিজয়ী মিষ্টি ঘোষ স্নাতকোত্তর শেষ করে ঢাকার একটি ফ্যাশন হাউসে ডিজিটাল বিপণন বিভাগে কাজ করছেন।
তিনি বলেন, ‘‘যখন আমার নাম ঘোষণা হলো, তখন সত্যিই বিশ্বাস করতে পারিনি—আমি চ্যাম্পিয়ন!’’
গ্র্যান্ড ফিনালের বিচারকের আসনে ছিলেন তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলা।
জানা গেছে, ‘দীপ্ত স্টার হান্ট’ প্রতিযোগিতার শুরুতে অংশ নেন তিন হাজারের বেশি প্রতিযোগী। ধাপে ধাপে বাছাইপর্ব পেরিয়ে বিচারকমণ্ডলীদের রায়ে সেরা দশে জায়গা করে নেন—শফিউল রাজ, হাফিজ রহমান, শাকিব হোসেন, শিমুল বিশ্বাস, এম এস এইচ লাবন, সানজিদা চৌধুরী, নূপুর আহসান, মিষ্টি ঘোষ, ফারিহা রহমান ও শেখ ফারিয়া হোসেন।
দুই বছরের বিশেষ চুক্তির মাধ্যমে বিজয়ীরা কাজের সুযোগ পাবেন সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এবং টিভি সিরিজে। তাদের পরিচালনা ও প্রচারের দায়িত্বে থাকবে কাজী মিডিয়া লিমিটেড। সুপারস্টার হওয়ার পথে এটি তাদের জন্য হতে যাচ্ছে এক বড় পদক্ষেপ।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী তাসনুভা আহমেদ, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, অনিমেষ আইচ ও চয়নিকা চৌধুরীসহ নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের বহু গুণীজন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইউপিডিএফের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলা: মাইকেল চাকমা
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা বলেছেন, ইউপিডিএফের লক্ষ্য মানবিক, কল্যাণকর ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলা। এ জন্য সংগঠনটি সব সময় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর শ্রদ্ধাশীল।
আজ শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইউপিডিএফের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে মাইকেল চাকমা এ কথাগুলো বলেন।
মাইকেল চাকমা বলেন, বাংলাদেশকে বহুজাতির বহু ভাষার একটি বৈচিত্র্যময় দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইউপিডিএফ কাজ করে যাচ্ছে।
মাইকেল চাকমা আরও বলেন, ‘পার্বত্য চট্রগ্রামের নিপীড়িত জাতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। আন্দোলন–সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানেও আমাদের অংশগ্রহণ ছিল। আমাদের সংগঠন প্রতিষ্ঠার সময় থেকেই অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে।’ তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক দেশ হোক। এই দেশে ধর্ম–বর্ণনির্বিশেষে সব জাতির মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিজের রাজনৈতিক অধিকার, ভাষা ও সংস্কৃতির অধিকার ভোগ করে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলুক। কিন্তু বিগত সময়ে ইউপিডিএফের ওপর দমন–পীড়ন চালানো হয়েছিল। তাই ইউপিডিএফ সেই রেজিমের প্রতি প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে’।
আরও পড়ুনরাজনৈতিক দল ও জনগণকে ঐক্যে পৌঁছাতে হবে: আলী রীয়াজ০৮ মে ২০২৫হতাশা জানিয়ে মাইকেল চাকমা বলেন, ‘এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে যে অবস্থা রয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারে কাজে হতাশা জানাতেই পারি।’
মাইকেল চাকমার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেয়। প্রতিনিধিদলের সদস্যরা হলেন বৃহত্তর পার্বত্য চটগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ইউপিডিএফের সদস্য জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ইউপিডিএফের সদস্য সুনয়ন চাকমা।
আরও পড়ুনঐকমত্যে পৌঁছাতে নাগরিক ঐক্য ছাড় দেবে০৭ মে ২০২৫অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সগসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।
আরও পড়ুনরাজনৈতিক দলগুলোর প্রত্যেকে কিছু কিছু ছাড় দেবে, প্রত্যাশা আলী রীয়াজের০৭ মে ২০২৫