ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে: আলী রীয়াজ
Published: 12th, May 2025 GMT
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, চব্বিশের জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে। এখন বিজয়ের লক্ষ্য পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টায় অগ্রসর হতে হবে।
আজ সোমবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনার শুরুতে আলী রীয়াজ এ কথা বলেন। গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়।
ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক আলী রীয়াজ বলেন, ৫৩ বছর ধরে এ দেশের মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময়ে সংগ্রাম করেছেন। গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জনগণ এসব গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থেকেছেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য যেমন ঐকমত্য প্রতিষ্ঠা করা; তেমনি বাংলাদেশের রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তিগুলোসহ নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখা। এই ঐক্যকে সুদৃঢ় করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করা।
ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘আমরা একটা ইতিহাসের মাহেন্দ্রক্ষণে আছি। স্বাধীনতার পর এমন সুযোগ আর কখনো আসেনি। তাই অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব।’
আলোচনায় কমিশনের সদস্য বিচারপতি মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণত ন ত র ক
এছাড়াও পড়ুন:
জিয়াউর রহমানের ঘোষণা স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল: আমীর খসরু
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘কমল’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার রাতে নগরের মেহেদীবাগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭১ সালের ২৬ শে মার্চ ঐতিহাসিক ঘোষণা স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তাঁর নেতৃত্ব, আত্মত্যাগ ও দূরদর্শিতা এ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে। আওয়ামী লীগের দমন-পীড়নের মধ্যেও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নিরলস সংগ্রাম শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের ধারাবাহিকতা।’
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘স্মরণিকা 'কমল' শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাক নাম থেকে অনুপ্রাণিত। এই প্রকাশনা প্রমাণ করে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল তাঁর আদর্শকে ধারণ করছে। শহীদ জিয়ার নেতৃত্বেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম আক্রমণ সংঘটিত হয়েছিল। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনৈতিক ভিত্তিকে দৃঢ় করেছিলেন। আজও তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে চট্টগ্রামের নাগরিক ও শ্রমজীবীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’
চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।