পর্নো তারকা থেকে বলিউডে, সানি লিওনের জানা-অজানা গল্প
Published: 13th, May 2025 GMT
পর্নো ছবির তারকা থেকে বলিউডে জায়গা করে নেওয়া অভিনেত্রী সানি লিওনের আজ জন্মদিন। আজ মঙ্গলবার, ১৩ মে, তিনি ৪৪ বছরে পা রাখলেন। সাহসী উপস্থিতি আর নানা বিতর্ক পেরিয়ে আজ তিনি কেবল গ্ল্যামার-আইকন নন, বরং একজন সফল তারকা মুখ।
জীবনের নানা বাঁকে, নানা পরিচয়ে দেখা দিয়েছেন সানি লিওন। কেউ তাঁকে দেখেন সাহসী নারী হিসেবে, কেউবা বিতর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু নিজের পরিচয় গড়েছেন নিজেই। জন্মদিনে চলুন জেনে নিই সানির জীবনের কিছু পরিচিত এবং কিছু কম পরিচিত অধ্যায়।
নার্স হওয়ার স্বপ্ন, বেকারি থেকে রুপালি পর্দায়
সানির জন্ম কানাডার অন্টারিওতে, এক শিখ-পাঞ্জাবি পরিবারে। তাঁর আসল নাম করনজিৎ কাউর ভোহরা। ছোটবেলায় ধর্মীয় স্কুলে পড়াশোনা করেছেন। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিলেন সক্রিয়। বড় হয়ে পড়েন পেডিয়াট্রিক নার্সিংয়ে। কাজও নেন একটি জার্মান বেকারিতে। কিন্তু জীবনের মোড় ঘোরে ১৯ বছর বয়সে। সেই বয়সেই তিনি সাহসী সিদ্ধান্ত নেন—পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন অন্যতম পরিচিত নাম।
বলিউডে অভিষেক
বলিউডে পা রাখার আগে সানি চারবার ঘুরে যান ভারত। ২০০৫ সালে প্রথমবার ভারতের টেলিভিশনে দেখা যায় তাঁকে—এমটিভি অ্যাওয়ার্ডসে রেড কার্পেট রিপোর্টার হিসেবে। ২০১১ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে প্রথমবার ভারতের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। সেখান থেকেই পরিচালক মহেশ ভাটের নজরে আসেন। এরপর ২০১২ সালে ‘জিসম ২’ দিয়ে শুরু বলিউড–যাত্রা। এরপর ‘রাগিনি এমএমএস ২ ’, ‘এক পাহি লিলা’, ‘মাস্তিজাদে’, ‘তেরি মেরি কাহানি’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন। শাহরুখ খানের ‘রইস’-এ একটি বিশেষ গানে তাঁকে দেখা যায়, যা দারুণ জনপ্রিয় হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর চ ত
এছাড়াও পড়ুন:
শ্রেণিকক্ষে বিষমিশ্রিত পানি খেয়ে ৫ শিক্ষার্থী হাসপাতালে
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে বিষমিশ্রিত পানি পান করে ৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন, আরিসা, তাসমিম, মনিরা, জান্নাতি, সাবিনা ও সুরাইয়া। তারা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আরো পড়ুন:
মিরপুরে পিকআপের ধাক্কায় নিহত ১
নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে সাবিনা বাড়ি থেকে আনা পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরো চার শিক্ষার্থী স্বাদ পরীক্ষা করতে পানি পান করে। পরে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায়, অসুস্থ শিক্ষার্থীদের ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষের গন্ধ আসছে। এতে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, ‘‘ষষ্ঠ শ্রেণির ছাত্রী মনিরা ও সাবিনা প্রথমে ক্লাসরুমে এসে বিষের গন্ধ পাওয়ার কথা জানায়। এরপর শিক্ষকরা পানির বোতল ও খাবার পরীক্ষা করে বিষমিশ্রিত থাকার সত্যতা পায়।’’ তিনি জানান, অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয় এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল-আমিন বলেন, ‘‘পাঁচ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের বরিশালে রেফার্ড করা হতে পারে।’’
অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পর শ্রেণিকক্ষের এক কোণে বিষমিশ্রিত পানির বোতল পাওয়া যায়।
ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘‘কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির পাশাপাশি পুলিশ ঘটনা তদন্তে কাজ করছে।’’
ঢাকা/ইমরান/বকুল