থানা থেকে পালানো আওয়ামী লীগ নেতার ‘আত্মসমর্পণ’, পুলিশের দাবি ধরে আনা হয়েছে
Published: 13th, May 2025 GMT
ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে পালিয়ে যাওয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন (৫২) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। তাঁরা জানান, আজ মঙ্গলবার সকাল আটটার দিকে নাসিরউদ্দিন একটি মাইক্রোবাসে করে থানায় গেছেন।
তবে থানা–পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পাশের গোপালগঞ্জ জেলা থেকে মো.
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল সড়কে নিজের টিন বিক্রির ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নাসিরউদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর কিছুক্ষণ পর বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে তিনি থানা থেকে পালিয়ে যান। এরপর তাঁর বড় ভাই স্থানীয় বাকাইল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নবাব আলীকে (৫৫) থানায় নিয়ে আসে পুলিশ।
এ সম্পর্কে আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দিন আত্মসমর্পণ করেননি; গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গোপালগঞ্জ থেকে ধরে এনেছে। তাঁকে বিস্ফোরক কিংবা অন্য কোনো আইনে গ্রেপ্তার দেখানো হবে তা জেলা পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ওসি হারুন অর রশিদ আরও বলেন, নাসিরউদ্দিনের ভাই নবাব আলী এখন পুলিশের হেফাজতে আছেন। তাঁকে ছেড়ে দেওয়া হবে নাকি গ্রেপ্তার দেখানো হবে—এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুনথানা থেকে ‘পালালেন’ আওয়ামী লীগ নেতা, ধরে আনা হলো বড় ভাইকে১২ ঘণ্টা আগেনাসিরউদ্দিনের ছোট ভাই তৈয়বুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই নাসিরউদ্দিন আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আজ সকালে আলফাডাঙ্গা থানায় আত্মসমর্পণ করেছেন। ভয় পেয়ে ভাই থানা থেকে পালিয়ে যান। আমরা তাঁকে বহু খোঁজাখুঁজি করি। তাঁর সঙ্গে মুঠোফোন ছিল না; যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছিল। আজ ভোরে তাঁর অবস্থান শনাক্ত করার পর তাঁকে থানায় আত্মসমর্পণ করার পারিবারিক সিদ্ধান্তের কথা জানাই। এরপর তিনি আত্মসমর্পণ করেন।’
তৈয়বুর রহমান আরও বলেন, ‘আমার ভাই রাজনীতি করেন; কিন্তু কোনো মামলার আসামি নন। তিনি কেন পালিয়ে বেড়াবেন? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন স রউদ দ ন আলফ ড ঙ গ আওয় ম
এছাড়াও পড়ুন:
মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার
দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্লে-অফে জায়গা করে নিল শিকাগো ফায়ার এফসি। বাংলাদেশ সময় বুধবার (০১ অক্টোবর) সকালে দারুণ গোল উৎসবের ম্যাচে ইন্টার মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে নিশ্চিত করল তারা ২০১৭ সালের পর প্রথম প্লে-অফ।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শিকাগো। ম্যাচের ১১তম মিনিটেই জ্বলে ওঠেন জে দ’আভিলা। তিনি চমৎকার এক হেডারে এগিয়ে দেন দলকে। এরপর ৩১ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করেন জনাথন ডিন। ২-০ গোলে পিছিয়ে পড়ে একসময় চাপে পড়ে যায় মায়ামি।
আরো পড়ুন:
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
বুসকেটসের অবসর ঘোষণা: এক নিঃশব্দ শিল্পীর শেষ অধ্যায়
তবে ৩৯ মিনিটে টমাস আভিলেস গোল করে ব্যবধান কমান। কিন্তু বিরতিতে যাওয়ার আগেই রোমিং কুওমে গোল করে আবারও দুই গোলে এগিয়ে দেন শিকাগোকে।
দ্বিতীয়ার্ধে ফিরে মায়ামি পুরোপুরি ভরসা রাখে লুইস সুয়ারেজের অভিজ্ঞতায়। ৫৭ মিনিটে তার গোলেই ব্যবধান দাঁড়ায় ৩-২। এরপর জর্ডি আলবার দুর্দান্ত পাস থেকে ৭৪ মিনিটে সমতায় ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচ তখন দাঁড়িয়ে যায় ৩-৩ এ, আর মনে হচ্ছিল খেলা একেবারেই মায়ামির দিকে হেলে পড়ছে।
কিন্তু শেষ মুহূর্তে নতুন নাটক লিখে শিকাগো। ৮০ মিনিটে জাস্টিন রেইনল্ডস গোল করে আবারও এগিয়ে দেন দলকে। মাত্র তিন মিনিট পর দূরপাল্লার ঝড়ো শটে ব্রায়ান গুতিয়েরেজ নিশ্চিত করেন শিকাগোর স্মরণীয় জয়।
এই জয়ে এমএলএস টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে শিকাগো (১৫ জয়, ৬ ড্র, ১১ হার)। অন্যদিকে লিওনেল মেসির মায়ামি (১৬ জয়, ৮ ড্র, ৭ হার) যদিও আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছে। তবে টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য থাকলেন আর্জেন্টাইন তারকা। আর এই হারের ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়ে বড় ধাক্কা খেল মায়ামি। এখন শুধু জয় পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
উল্লেখ্য, ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল ৩০ আগস্টে, কিন্তু লিগস কাপ ফাইনাল খেলতে গিয়ে মায়ামির কারণে তা পিছিয়ে যায়। সেই ম্যাচে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।
ঢাকা/আমিনুল