দুই নির্মাতার মাঠের লড়াই আজ, কে খেলছেন কার দলে
Published: 13th, May 2025 GMT
লাইট, ক্যামেরা ছেড়ে ২২ গজের মাঠে নেমেছেন শোবিজ তারকারা। ফলে জমে উঠেছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে দুটি দলের নেতৃত্বে দেবেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও নির্মাতা মোহাম্মাদ মোস্তফা কামাল রাজ।
চার দলের লড়াইয়ের পর আজ বিকেল ৪টায় ফাইনালে মাঠে নামবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নেতৃত্বে ‘স্বপ্নধরা স্পার্টানস’ ও নির্মাতা মোস্তফা কামাল রাজের নেতৃত্বে ‘টাইটানস’। ইনডোরে খেলা হলেও এবার বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে খেলা।
৫ মে সোমবার সন্ধ্যা থেকে ফ্লাডলাইটের আলোয় শুরু হয় ম্যাচগুলো। ফাইনালসহ মোট ম্যাচ সাতটি। এরই মধ্যে বাদ পড়েছে নাইট রাইডার্স ও জেভিকো কিংস।
‘স্বপ্নধরা স্পার্টানস’-এর হয়ে মাঠে নামবেন গিয়াসউদ্দিন সেলিম, পিন্টু ঘোষ, শ্যামল মাওলা, দীপা খন্দকার, নাবিলা বিনতে ইসলাম, জাকিয়া সুলতানা কর্ণিয়া, আয়েশা মনিকা, তন্ময়, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাজ্জাদ খান শান প্রমুখ।
টাইটানসের হয়ে মাঠে নামবেন মোস্তফা কামাল রাজ, সিয়াম আহমেদ, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ, রাফসান সাবাব, সাইদুল রহমান পাভেল, আরফিন রুমি প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ য় স উদ দ ন স ল ম ফ ইন ল
এছাড়াও পড়ুন:
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা জেলা ও আশপাশের কিছু এলাকায় টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশে পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। ফলে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে নির্দিষ্ট কয়েকটি এলাকায়।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে- চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর। এসব স্থানে সব শ্রেণির গ্রাহক-ব্যক্তিগত, বাণিজ্যিক বা শিল্প গ্যাস সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত থাকবেন।
এ ছাড়া ডিএনডি বাঁধসংলগ্ন আরো কিছু এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে বলেও জানিয়েছে তিতাস। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
ঢাকা/হাসান/মাসুদ