গাজীপুরে সিটি করপোরেশনের ভবন থেকে স্বেচ্ছাসেবক ও যুবদলের কার্যালয় উচ্ছেদ
Published: 14th, May 2025 GMT
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সিটি করপোরেশনের ভবন থেকে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের কার্যালয় উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিটি করপোরেশন আঞ্চলিক কার্যালয়-৬-এর নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
আজ বুধবার সকালে একদল পরিচ্ছন্নতাকর্মীকে সেখানে কাজ করতে দেখা যায়। স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সাইনবোর্ড সরিয়ে সেখানে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের টিকাদান কেন্দ্রের নতুন সাইনবোর্ড টাঙানো হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.
সিটি করপোরেশন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩ সালের ১৬ জানুয়ারি গাজীপুর, টঙ্গী পৌরসভাসহ ছয়টি ইউপি নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয়। মোট আয়তন ৩২৯ দশমিক ৯০ বর্গকিলোমিটার। ইউপি কার্যালয়গুলোর জমি ও ভবন সিটি করপোরেশন কর্তৃপক্ষ আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহার করে। তবে সাবেক বাসন ইউপির ভবন পরিত্যক্ত হওয়ায় সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পরে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি ভাড়া করা ভবনে আঞ্চলিক কার্যালয় করা হয়। এরপর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে পাশে একটি নতুন ভবনে চান্দনা ডাকঘর-১৭০২-এর কার্যক্রম চলছে। সম্প্রতি পরিত্যক্ত ভবনটি দখল করে স্বেচ্ছাসেবক দলের বাসন থানা কার্যালয় ও আরেকটি কক্ষে শাটার লাগিয়ে থানা যুবদলের কার্যালয় করা হয়েছিল।
আজ সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায়, একদল পরিচ্ছন্নতাকর্মী একটি পিকআপ ভ্যান নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। কক্ষগুলো পরিষ্কার করা হচ্ছে। বাইরে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা হচ্ছে। কর্মীরা বলেন, এখন থেকে এটি নিয়মিত খোলা থাকবে এবং টিকাদানকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। পাশের ডাকঘরটিও খোলা হয়েছে।
ডাকঘরের পোস্টমাস্টার ফারজানা আক্তার বলেন, চার থেকে পাঁচ দিন আগে স্থানীয় লোকজন সিটি করপোরেশনের ভবনটি দখল করেন। পরে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেন। এখানে দলীয় কার্যালয় হলে তাঁদের কাজেও সমস্যা হতো। আজ সকাল থেকে দেখছেন, সিটি করপোরেশনের লোকজন তাঁদের উচ্ছেদ করে টিকাদানকেন্দ্র করার ঘোষণা দিয়েছে। কাজটি খুবই ভালো হয়েছে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রথম আলোকে বলেন, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সাইনবোর্ড থাকলেও এখন কেউ দায়িত্ব স্বীকার করছেন না, কারা এটি করেছেন। তবে যাঁরাই করেছেন, তাঁদের চিহ্নিত করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন গাজীপুরে সিটি করপোরেশনের ভবনে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের কার্যালয়২০ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: স ইনব র ড
এছাড়াও পড়ুন:
নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অলোক/রাজীব