গরু বাচাঁতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-ছেলের
Published: 17th, May 2025 GMT
লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাচাঁতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখোওয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- দুলালী হাড়িখোওয়া গ্রামের কমলা বেগম (৬০) ও তার ছেলে জামাল হোসেন (২৮)। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির একটি গরু গোয়ালঘরে ঢুকে পড়ে। সেখানে আগে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেওয়া ছিল। গরুটি অটোরিকশায় ধাক্কা খেয়ে প্রথমে বিদ্যুতায়িত হয়।
গরুটিকে বাঁচাতে জামাল হোসেন এগিয়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। তার চিৎকার শুনে মা কমলা বেগম এগিয়ে এলে বিদ্যুতায়িত হন তিনিও। বিষয়টি টের পেয়ে জামালের বোন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার আগেই মারা যান দুজন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্যাটারি ও চার্জ
স্মার্টফোনের ভেতরেই থাকা ব্যাটারি অপ্টিমাইজেশন ফিচার দিয়ে কোন অ্যাপ কতটা ব্যাটারি ব্যবহার করবে, তা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে, তা নিয়ন্ত্রণে আনা যাবে। আর এমন ফিচার অ্যানাবল করার প্রয়োজনে প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে গিয়ে ব্যাটারি অপ্টিমাইজেশন নির্বাচন করতে হবে। তারপর উল্লিখিত অপশন অ্যানাবল করে দিলেই মিলবে দারুণ সমাধান।
যত্নে থাকুক ব্যাটারি
স্মার্টফোনের ব্যাটারি কখনও শূন্য শতাংশ পর্যন্ত ডিসচার্জ করে শতভাগ চার্জ দেওয়া উচিত নয়। ফলে ব্যাটারি লাইফ ক্রমান্বয়ে বহুলাংশে দুর্বল হয়ে পড়বে। ডিভাইসে ২৫ ভাগ চার্জ থাকতেই ডিভাইসে চার্জ দেওয়া শ্রেয়। সব ডিভাইসের জন্য ৭৫ থেকে ৮০ শতাংশ চার্জ আদর্শ বলে বিবেচিত। বিশেষ করে গরমের সময়ে অতিরিক্ত চার্জ ডিভাইসের ক্ষতির অন্যতম নেপথ্য কারণ হিসেবে কাজ করে।
চার্জার প্লাগ-ইন অবস্থাতেই যদি থেকে যায়, তাহলে তা নানাভাবে ক্ষতির আশঙ্কায় পড়ে। কারণ, চার্জ হয়ে যাওয়ার পরে অ্যাডাপ্টার গরম হতে শুরু করে। যার প্রভাব ফোনেও দৃশ্যমান হয়। অনেক সময় ক্ষতিটা হয় ধীরগতিতে। নিয়ম মেনে চললে চার্জার ও ফোন দীর্ঘদিন স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। নতুন ঘরানার স্মার্টফোনে অবশ্য নিজে থেকেই চার্জ ডিসচার্জ হওয়ার সুবিধা পাওয়া যায়।