গরু বাচাঁতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-ছেলের
Published: 17th, May 2025 GMT
লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাচাঁতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখোওয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- দুলালী হাড়িখোওয়া গ্রামের কমলা বেগম (৬০) ও তার ছেলে জামাল হোসেন (২৮)। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির একটি গরু গোয়ালঘরে ঢুকে পড়ে। সেখানে আগে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেওয়া ছিল। গরুটি অটোরিকশায় ধাক্কা খেয়ে প্রথমে বিদ্যুতায়িত হয়।
গরুটিকে বাঁচাতে জামাল হোসেন এগিয়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। তার চিৎকার শুনে মা কমলা বেগম এগিয়ে এলে বিদ্যুতায়িত হন তিনিও। বিষয়টি টের পেয়ে জামালের বোন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার আগেই মারা যান দুজন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.১৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১১.৪৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ১০.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৪২ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.২৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/ফিরোজ