নড়াইল জেলা ওলামা লীগের সভাপতি গ্রেপ্তার
Published: 18th, May 2025 GMT
নড়াইল জেলা ওলামা লীগের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদকে (৫৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৭মে) বিকেলে নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাহাদুর মোল্যার ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানায় গত বছরের ২৫ সেপ্টেম্বর দায়ের করা নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদ। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে ডিবি ও নড়াইল সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ঢাকা/শরিফুল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
বন্দরে বাইক এক্সিডেন্টে কলেজ ছাত্রী নিহত, আহত ১
নারায়ণগঞ্জ বন্দরে বাইক এক্সিডেন্টে সরকারি তুলারাম কলেজের নারী শিক্ষার্থী আফসানা আক্তার (১৭) নিহত হয়েছে । এ ঘটনায় বাইক চালক সিয়াব প্রধান (১৯) আহত হয়। দূর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।
নিহত শিক্ষার্থী আফসানা আক্তার বন্দর উপজেলার বালিগাও এলাকার আনোয়ার হোসেন মিয়ার মেয়ে। আহত বাইক চালক সিয়াব প্রধান সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার দুলাল প্রধানের ছেলে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় বাইক চালককে উদ্ধার করে মদনপুর বারাকা হাসপাতালে প্রেরণ করেছে।
রোববার (১৮ মে) দুপুর আড়াইটায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ জাহিন গার্মেন্টসের পশ্চিম পাশে এ দূর্ঘটনাটি ঘটে। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আড়াইটায় দিকে বন্দর থানার বালিগাও এলাকার আনোয়ার হোসেন মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে আফসানা আক্তার ও সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার দুলাল প্রধানের ছেলে সিয়াব প্রধান মদনপুর থেকে মোটর সাইকেল যোগে সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় যাওয়ার উদ্দেশ্য রওনা হয়।
পরে তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ জাহিন গার্মেন্টসের পশ্চিম পাশে পৌছলে ওই সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত নামা বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কলেজ ছাত্রী আফসানা আক্তার নিহত ও বাইক চালক সিয়াব মারাত্মক ভাবে আহত হয়।
বন্দর থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলাম জানান, ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূর্ঘটনার পর থেকে ঘাতক বাস চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।