ট্রফি লাগবে? রিশাদ হোসেনকে দলে নিন
Published: 26th, May 2025 GMT
২০২৫ আসরে চ্যাম্পিয়ন হতে চাইলে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) কোনো ফ্র্যাঞ্চাইজি রিশাদ হোসেনকে এখনই ‘বুকিং’ দিয়ে রাখতে পারে। কে জানে, ড্রাফট বা নিলাম থেকে রিশাদকে যদি অন্য কেউ নিয়ে নেয়!
রিশাদকে নিয়ে এমন বাড়তি চাহিদা দেখানোর কারণ নিশ্চয় আন্দাজ করতে পারছেন। বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইদানীং সৌভাগ্যের দূত হয়ে উঠেছেন। তিনি যে দলে খেলেন, সেই দলই চ্যাম্পিয়ন হয়ে শিরোপা–উৎসবে মেতে উঠছে।
সর্বশেষ এমন দৃশ্য দেখা গেছে গত রাতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেওয়া ২০২ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে চ্যাম্পিয়ন হয়েছে রিশাদের লাহোর কালান্দার্স, যা স্বীকৃত টি–টোয়েন্টি লিগের ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
শিরোপাজয়ী লাহোরের অংশ হয়ে আছেন আরও দুই বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। যদিও সাকিব ও মিরাজ ফাইনালের একাদশে ছিলেন না।
লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল শিরোপা জেতা তিন বাংলাদেশি (বাঁ থেকে) মিরাজ, রিশাদ ও সাকিব.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারত–পাকিস্তান ‘যুদ্ধে’র আঁচ বাংলাদেশ–পাকিস্তান সিরিজে
ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’ শুরু হয়ে শেষও হয়ে গেছে। তবে দুই প্রতিবেশীর সংঘাতের উত্তাপ রয়ে গেছে এখনো। কাল থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজেও প্রভাব পড়ছে সেই আঁচের। পিএসএলের শেষ ভাগের মতো বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের সিরিজেও যে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
ভারত ও পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর সাময়িকভাবে স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ‘যুদ্ধ’ থামার পর পিএসএল আবারও শুরু হয়ে শেষও হয়েছে। তবে বিরতির পর আর ডিআরএস প্রযুক্তি ব্যবহৃত হয়নি পিএসএলে। কারণ, ডিআরএস চালানোর কর্মীরা আর পাকিস্তানে ফেরেননি। এই কর্মীদের বেশির ভাগই আবার ভারতীয়।
২০২১ সালে দুই দলের সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজে জিতেছিল বাংলাদেশ