চট্টগ্রামের সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক লেগুনাচালক নিহত হয়েছেন। তাঁর নাম বিকাশ আচার্য্য। আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিকাশ আচার্য্য সুলতানা মন্দির এলাকার বাসিন্দা। হাইওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। একই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের বড় ভাই আশিস আচার্য্য প্রথম আলোকে বলে, তাঁর ভাই একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের বহনে নিয়োজিত লেগুনা চালাতেন। আজ সকালে লেগুনাটি সুলতানা মন্দির বাসস্ট্যান্ডের সামনে রেখে লেগুনার পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁর ভাই। এ সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা তাঁর ভাইসহ লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর ভাই মারা যান।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিও জব্দ করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প কআপ

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ