রাজশাহী শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণিতে ইটিসি, শেষ সময় ১৬ জুন
Published: 28th, May 2025 GMT
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ইটিসি বা এক কলেজ থেকে অন্য কলেজে ছাড়পত্রের কার্যক্রমের সময় ঘোষণা করা হয়েছে। বোর্ড চেয়ারম্যানের নির্দেশে কলেজ পরিদর্শক এ কার্যক্রমের সময় বাড়ানোর আদেশও জারি করেছেন। আবেদনের সময়সীমা ১৬ জুন পর্যন্ত।
যা করতে হবে
১৬ জুনের মধ্যে শিক্ষার্থীর অনলাইন আবেদনের ভিত্তিতে প্রথম প্রতিষ্ঠান অনলাইনে স্বাক্ষর বা সাইন আউট করলে দ্বিতীয় প্রতিষ্ঠান বা ভর্তি-ইচ্ছুক প্রতিষ্ঠান অনলাইনে সাইন ইন বা স্বাক্ষর করবে।
এরপর সোনালী সেবার ১ হাজার ১০০ টাকার পে-স্লিপ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। পে-স্লিপের মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পাঁচ দিনের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে। তা না হলে আবেদন বাতিল হবে।
প্রয়োজনীয় ফিসহ আবেদনের অনলাইন প্রিন্ট কপি মাধ্যমিকের নম্বরপত্রের অনুলিপিসহ কলেজ নিবন্ধন শাখায় জমা দিতে হবে।
দরকারি তথ্য
শিক্ষার্থীর অনলাইন আবেদনের ভিত্তিতে নিজ নিজ প্রতিষ্ঠান টিসি অপশন https://www.
ছাড়পত্রের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র নিয়ে ১৫ দিনের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া শেষ করতে হবে। ছাড়পত্র দেওয়ার সময় কলেজে জমা করা মূল কাগজপত্র ফেরত দিতে হবে। ভর্তি গ্রহণকারী কলেজকে শিক্ষার্থীর কাছ থেকে মূল কাগজপত্র বা প্রমাণ নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে।
ছাড়পত্র দেওয়া কলেজ যে মাসে ছাড়পত্র দেবে, সেই মাস পর্যন্ত বেতন নেবে। ভর্তি গ্রহণকারী কলেজ আগের কলেজে যে পর্যন্ত বেতন পরিশোধ করা আছে, তার পরের মাস থেকে বেতন নেবে। ১৬ জুনের পর ইটিসির সুযোগ থাকবে না। ম্যানুয়াল বা অফলাইন টিসি ছাড়পত্রের কোনো সুযোগ নেই।
বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১৬ জ ন
এছাড়াও পড়ুন:
মাইক্রোসফটের ফ্রি অনলাইন কোর্স : ডেটা সায়েন্স–এআইসহ নানা বিষয়ে শেখার সুযোগ
ঘরে বসেই দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে মাইক্রোসফট। এই অনলাইন কোর্সগুলো edX প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী বা পেশাজীবীরা কোর্সগুলোতে অংশ নিতে পারবেন।
২০২৫ সালের এই প্রোগ্রামে ৬০টির বেশি অনলাইন কোর্স রয়েছে, যা বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেবে। দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে নিজেকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সাহায্য করবে এসব কোর্স। একই সঙ্গে শিক্ষার্থীরা Microsoft AI Skills Fest-এ অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত বিশেষায়িত কোর্সও করতে পারবেন।
মাইক্রোসফটের লক্ষ্য হলো আজকের চাকরির বাজারে চাহিদাসম্পন্ন প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা গড়ে তুলতে সহায়তা করা। এই কোর্সগুলো শিক্ষার্থীরা নিজের সুবিধামতো সময়ে শিখতে পারবেন। এখানে থাকছে ক্লাউড কম্পিউটিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার সিকিউরিটিসহ নানা বিষয়ে হাতে–কলমে শেখার সুযোগ।
বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ
মাইক্রোসফটের অভিজ্ঞ বিশেষজ্ঞরা এই কোর্সগুলো তৈরি ও পরিচালনা করেন। ফলে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবেন। যাঁরা প্রযুক্তির জগতে নতুন, তাঁরা বিগিনার লেভেলের কোর্স দিয়ে শুরু করতে পারবেন। আর যাঁরা অভিজ্ঞ, তাঁদের জন্য রয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স। এ ছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের নতুন অ্যাপ্লিকেশন, ডিজিটাল সেবা এবং উদ্ভাবনী সমাধান ডিজাইন করার দক্ষতা অর্জন করতে পারবেন।
কোর্স কাঠামো ও সার্টিফিকেট
মাইক্রোসফটের এই অনলাইন কোর্সগুলো ফ্রি অডিট ট্র্যাকের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে করা যাবে। তবে যাঁরা শিখে একটি অফিশিয়াল ভেরিফায়েড সার্টিফিকেট পেতে চান, তাঁরা নামমাত্র ফি দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন, যা চাকরি বা ক্যারিয়ারে বাড়তি গুরুত্ব দেবে।
এটি একটি MOOC (Massive Open Online Course) উদ্যোগ, যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রি অনলাইন কোর্স ২০২৫-এর মতো বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
মাইক্রোসফটের কোর্স এখন করা যায় ঘরে বসেই