মোংলায় জাহাজে ডাকাতির ঘটনায় চিফ ইঞ্জিনিয়ারসহ আটক ৩
Published: 28th, May 2025 GMT
বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরের চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে অবস্থানরত বানিজ্যিক জাহাজ ‘এমভি সেজুঁতি’ থেকে ডাকাতি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জাহাজের চিফ ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হকসহ তিনজনকে আটক করেছে তারা।   
বুধবার (২৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান।
আরো পড়ুন: মোংলা বন্দরে জাহাজে ডাকাতি, ৫০ লাখ টাকার মালামাল লুট
আরো পড়ুন:
রাবি অধ্যাপকের বিরুদ্ধে গবেষণা জালিয়াতির অভিযোগ সহকর্মীর
ঈদের আগে সিরাজগঞ্জে গরু চুরির হিড়িক, আতঙ্কে খামারিরা
আটক অন্য দুইজন হলেন- সুমন হাওলাদার (২১) ও ডাকাতির মালামাল ক্রেতা মো.                
      
				
কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ইঞ্জিনের বিভিন্ন ধরণের স্পেয়ার পার্টস, বিভিন্ন সাইজের বিয়ারিং, ব্যাটারি, ব্যাটারির চার্জারসহ জাহাজের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।
কোস্টগার্ড কর্মকর্তা আবরার হাসান জানান, গত ৬-৭ মাস ধরে জাহাজটির অধিকাংশ নাবিক নিয়মিতভাবে বেতন না পাওয়ায় তাদের মধ্যে মালিক পক্ষের প্রতি তীব্র ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় জাহাজ থেকে বিভিন্ন সময় মেশিনারিজ পার্টস বিক্রি করা হয়। চিফ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতকারীদের সঙ্গে মিলে ডাকাতির এ ঘটনা সাজিয়ে মালামাল লুট করে তা বিক্রি করে অর্থ ভাগাভাগির পরিকল্পনা করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া মালামাল জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এ ঘটনায় জাহাজ সংশ্লিষ্টদের ভূমিকা ও মালিক কর্তৃক নাবিকদের বেতন বন্ধ রাখা এবং জাহাজটিকে দীর্ঘদিন ধরে অকার্যকরভাবে ফেলে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
ঢাকা/শহিদুল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।