থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় ছিনতাই ও লুটপাট করতেন তাঁরা। এমন অপরাধের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. পারভেজ (২৫) ও রিয়াজুর রহমান (২২)।

গ্রেপ্তার দুজনের কাছ থেকে ধারালো দেশি অস্ত্রসহ একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। রিভলবার ও গুলি গত বছরের ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, আসামিদের কাছে থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি রিভলবার, পাঁচটি গুলি, একটি ধারালো ছোরা ও  ধারালো দা জব্দ করা হয়। এ সব অস্ত্র দিয়ে তাঁরা আশপাশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে লুটপাট করতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।  

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

বাবুল আজাদ জানান, থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে তাঁরা পাহাড়তলী টোল সড়কে বিমানবন্দর ও পতেঙ্গাগামী যাত্রীদের ছিনতাই করতেন। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: করত ন

এছাড়াও পড়ুন:

যাঁকে সিনেমার বাইরেও ‘ভিলেন’ বলে মনে করতেন সবাই

নায়ক নয়, খলনায়ক হিসেবেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এক সময় পর্দায় তাঁর মুখ দেখলেই দর্শকের গা শিউরে উঠত। বলিউডের সেই কিংবদন্তি খলনায়ক প্রেম চোপড়া আজ ৯০–এ পা দিলেন।  
প্রেম চোপড়া ৪০০-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর সংলাপ ও চরিত্র আজও প্রজন্মের পর প্রজন্মের দর্শকের মুখে মুখে ফেরে।

শুরুর সংগ্রাম
১৯৬১ সালে চলচ্চিত্রে পা রাখেন প্রেম চোপড়া। ছোটবেলায় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন তাঁর বাবা। কিন্তু স্নাতক হওয়ার পর তিনি মুম্বাই পাড়ি জমান অভিনেতা হওয়ার উদ্দেশ্যে। শুরুতে নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই চলচ্চিত্রে আসেন, কিছু পাঞ্জাবি ছবিতেও নায়ক চরিত্রে অভিনয় করেন। তবে হিন্দি ছবিতে নায়ক হিসেবে সেভাবে সাফল্য পাননি। ধীরে ধীরে খলনায়ক চরিত্রে প্রস্তাব আসতে শুরু করে, আর তাতেই ঘটে মোড় ঘোরা।

প্রেম চোপড়া। ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ