দেশের বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের কাজের স্বীকৃতি জানাতে শুরু ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড’ নামে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। গত ২৬ মে রাতে রাজধানীর একটি চার তারকা হোটেলে জাকজমকপূর্ণ আয়োজনে অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা হয়। এতে বিভিন্ন শাখার পেশাজীবী সফল ব্যক্তিদের পাশাপাশি শোবিজের একঝাঁক তারকা শিল্পী পুরস্কৃত হয়েছে।

দেশের বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের কাজের স্বীকৃতি প্রদাণ করতেই এই আয়োজন শুরু করেছেন বলে জানান এর আয়োজক ঊর্মি ইসলাম। ওয়ার্ল্ড অব ইউনিটি কর্তৃক আয়োজিত এই আয়োজনে প্রথম বছরেই ‘এক্সিলেন্স ইন সাকসেস’ আজীবন সম্মাননা প্রদাণ করা হয়েছে বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামানকে।এছাড়া চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন প্রখ্যাত অভিনেত্রী রোজিনা ও নূতন।

অভিনয়ের জন্য এই পুরস্কার হাতে উঠেছে জনপ্রিয় অভিনেত্রী রুনা খান (ওটিটি), কাজী নওশাবা আহমেদ ও শিরিন শিলা (চলচ্চিত্র), আশনা হাবিব ভাবনা ও স্বর্ণলতা দেবনাথ (টিভি নাটক) সুষমা সরকারের (থিয়েটার)। শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীর পুরস্কার পেয়েছেন মনির খান ও আঁখি আলগমীর। 

সঙ্গীতপরিচালক হিসেবে ক্যারিয়ারের প্রথম পুরস্কারটি পেলেন ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা সাজিয়া সুলতানা পুতুল। সেরা গীতিকারের স্বীকৃতি পেয়েছেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক আল মাহমুদ মানজুর। সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেয়েছেন অনিন্দ্য মামুন (সমকাল) ও জাহিদুল ইসলাম (ডেইলি সান)। 

টেলিভিশন সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন আলী আফতাব ভূইয়া (চ্যানেল ২৪)। স্টাইলিশ সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন আল মাসিদ রণ (বার্তা২৪.

কম)। সেরা মডেল হিসেবে পুরস্কার পেয়েছেন জেবা জান্নাত। সেরা নৃত্যপরিচালকের পুরস্কার গেছে জনপ্রিয় নৃত্যশিল্পী সোহেল রহমানের হাতে।   

পুরস্কার প্রদাণের ফাঁকে ফাঁকে ছিলো জমকালো ফ্যাশন শো এবং নৃত্য পরিবেশনা। 

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র প য় ছ ন

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ