২০০৮ সালে মাত্র ৪.৮ কোটি রুপি প্রাইজমানি নিয়ে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সময়ের পরিক্রমায় এবার ১৮তম আসরে এসে সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি দাঁড়িয়েছে ২০ কোটি রুপিতে।

আহমেদাবাদে এবারের ফাইনালে আজ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। ম্যাচটি শুধু ট্রফির লড়াই নয়, সঙ্গে রয়েছে বিপুল অর্থ পুরস্কারের হাতছানিও। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এবার চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি, আর রানার্সআপ দল পাবে ১৩ কোটি রুপি।

এবারের আইপিএলে মোট প্রাইজমানির পরিমাণ ৪৭ কোটি রুপির কিছু বেশি। এই অর্থ বরাদ্দ করা হয়েছে শীর্ষ চার দল এবং ব্যক্তিগত পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে।

প্লে–অফের কোয়ালিফায়ার ও এলিমিনেটর থেকে বাদ পড়া দুটি দলও পাবে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ। এর বাইরে সেরা ব্যাটসম্যান (অরেঞ্জ ক্যাপ), সেরা বোলার (পার্পল ক্যাপ), সেরা উঠতি খেলোয়াড়, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, সর্বোচ্চ ছক্কা, সুপার স্ট্রাইকার এবং মৌসুমের সেরা ফ্যান্টাসি খেলোয়াড়ের জন্য থাকছে আলাদা নগদ পুরস্কার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ