যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করেছে আফ্রিকার দেশ চাদ। বৃহস্পতিবার দেশটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে চাদসহ ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

এ সিদ্ধান্তের কথা জানিয়ে চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইতনো নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেন, ‘চাদের দেওয়ার মতো না কোনো উড়োজাহাজ আছে, না আছে শতকোটি ডলার দেওয়ার সামর্থ্য; তবে চাদের আছে আত্মমর্যাদা ও গর্ব।’

এর আগে স্থানীয় সময় বুধবার এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১২টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা।

ট্রাম্প আরও সাতটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। তবে এসব দেশের নাগরিকদের জন্য কিছু ‘সাময়িক কাজের ভিসা’ দেওয়া হবে।

এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে নিজের প্রথম মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটালেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। কলোরাডোতে ইহুদিদের একটি র‍্যালিতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার জেরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওভাল অফিস থেকে ‘এক্স’-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প নিজেই তা জানিয়েছেন।

ভিডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, ‘বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আমাদের দেশের জন্য কতটা চরম বিপদের জন্ম দিয়েছে, কলোরাডোর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনা সেটাই তুলে ধরেছে। আমরা তাদের চাই না।’

আরও পড়ুনট্রাম্প ১২টি দেশের যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন করে কেন নিষেধাজ্ঞা দিলেন১০ ঘণ্টা আগে

কলোরাডোর বোল্ডারে স্থানীয় সময় গত রোববার দুপুরের ওই ঘটনায় হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছিল পুলিশ। তিনি মিসরের নাগরিক। এ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প ওই ঘটনার কথা উল্লেখ করলেও নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোয় মিসরের নাম নেই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

শিক্ষকদের জন্য আইপিডিসির নতুন ঋণসেবা ‘প্রজ্ঞা’

আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি বাংলাদেশের শিক্ষকদের জন্য ‘প্রজ্ঞা’ নামে নতুন একটি ঋণসেবা চালু করেছে।

আইপিডিসি ও প্রথম আলোর যৌথ উদ্যোগে চলমান ‘আইপিডিসি–প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ পঞ্চম আসরের অংশ হিসেবে এই ঋণসেবা চালু করা হয়েছে। প্রিয় শিক্ষক সম্মাননা আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে জাতি গঠনে শিক্ষকদের অমূল্য অবদানকে স্বীকৃতি জানানোর পাশাপাশি তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর করা।

আইপিডিসি জানিয়েছে, প্রজ্ঞা নামের এই ঋণসেবা শুধু আর্থিক স্বনির্ভরতা নয়, বরং শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার এক আন্তরিক প্রকাশ। দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের অসামান্য ভূমিকা বিবেচনায় রেখে এই বিশেষ ঋণসেবা চালু করা হয়েছে, যাতে তাঁরা সহজে ও নিশ্চিন্তে নিজেদের আর্থিক প্রয়োজন পূরণ করতে পারেন।

প্রজ্ঞা ঋণসেবায় কিছু বিশেষ সুবিধার মধ্যে রয়েছে সুদহার কম, প্রসেসিং ফিতে ৫০ শতাংশ ছাড় এবং জামানত ছাড়াই সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ। অন্যান্য ঋণের মতো শুধু চাকরি থেকে প্রাপ্ত আয় নয়, এখানে টিউশন বা কোচিংয়ের আয়ও বিবেচনায় নেওয়া হয়, যাতে আরও বেশি শিক্ষক এই সুবিধার আওতায় আসতে পারেন।

শিক্ষকদের প্রয়োজন বুঝে প্রজ্ঞা ঋণসেবাটি সহজ ও নমনীয় শর্তে তৈরি করা হয়েছে। ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কিস্তিতে ঋণ পরিশোধ করার সুযোগ থাকবে। এই ঋণ সরকারি–বেসরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষকেরা নিতে পারবেন। এমনকি যেসব অবসরপ্রাপ্ত শিক্ষকের নিয়মিত আয় আছে, তাঁরাও এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে মাসিক আয় হতে হবে ন্যূনতম ২০ হাজার টাকা। আর বয়স হতে হবে ২২ থেকে ৬৫ বছর।

আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান দাউদ সামস বলেন, ‘আইপিডিসি বিশ্বাস করে, শিক্ষকেরাই একটি অগ্রসর ও আলোকিত সমাজ গঠনের প্রকৃত নির্মাতা। সে জন্য এমন একটি অর্থনৈতিক সুবিধার মাধ্যমে আমরা তাঁদের দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতে চাই, যা তাঁদের প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যাঁরা প্রতিদিন জাতি গঠনের কাজে নিবেদিত, তাঁদের এই সামান্য শ্রদ্ধাঞ্জলি দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।’

সম্পর্কিত নিবন্ধ