সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় সম্পত্তির মালিক হতে পারবেন বিদেশিরাও
Published: 10th, July 2025 GMT
সৌদি আরব সরকার এখন থেকে বিদেশিদের রিয়াদ ও জেদ্দা শহরের নির্দিষ্ট এলাকায় সম্পত্তির মালিকানা লাভের সুযোগ দেবে। গত মঙ্গলবার এ–সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন করেছে দেশটি।
এ আইন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আর বিশেষ শর্তসাপেক্ষে দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন বিদেশিরা।
নতুন আইন অনুমোদনের পর সৌদি আরবের রিয়েল এস্টেট খাতের শেয়ারে ঊর্ধ্বগতি দেখা গেছে। আইনটির বিস্তারিত নিয়মাবলি ও এটির কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে শিগগিরই জানাবে সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি।
এ পদক্ষেপ সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ। এ পরিকল্পনার মূল লক্ষ্য দেশটির অর্থনীতি বৈচিত্র্যময় এবং পর্যটন ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে আয় বৃদ্ধি করা।
আইনটি কার্যকর করার মাধ্যমে সৌদি আরব বিশ্বের বিলাসবহুল আবাসন খাতের বাজারে নতুন প্রতিযোগী হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে।
সৌদি আরবের অবকাঠামো নির্মাণ খাত চাঙা হয়ে উঠেছে। ২০২৪ সালে রিয়াদে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো ‘মুকআব’-এর নির্মাণকাজ। ভবনটি হবে ‘নিউ মুরাব্বা’ প্রকল্পের মূল আকর্ষণ। পাশাপাশি লোহিত সাগর উপকূলে রিসোর্ট নির্মাণের কাজও চলছে। কিছু রিসোর্ট, যেমন রিটজ-কার্লটন রিজার্ভ ইতিমধ্যে চালু হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আরব র
এছাড়াও পড়ুন:
ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ এক্সপো শুরু আজ
ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরার এক্সপো ভিলেজে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো–২০২৫’ এবং প্রথমবারের মতো ‘সাইনেজ টেকনোলজি এক্সপো-২০২৫’।
বুধবার (১৫ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এক্সপোটি চলবে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা ৩০মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশ সবার জন্য উন্মুক্ত ও সম্পূর্ণ ফ্রি। দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।
কিচেন সলিউশন, ইন্টেরিয়র, ফার্নিচার, ফার্নিচার ফিটিংস, কার্টেন, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য নিয়ে ইন্টেরিয়র টেকনোলজি এক্সপো আয়োজন করছে এফ টাচ ইভেন্টস লিমিটেড। অন্যদিকে ফার্নিচার সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারি, উড ও মেটাল টেকনোলজি নিয়ে সেকেন্ড ফার্নিটেক এক্সপো এর পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশন এবং মেটাল টেক সলিউশন। এছাড়া, একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাইনেজ মেশিনারিজ ও ডিজিটাল সাইনেজ নিয়ে সাইনেজ টেকনোলজি এক্সপো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক স্থপতি ড. এম মাসুদ উর রশিদ এবং বসুন্ধরা কনভেনশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার এম এম জসিম উদ্দিন।
৫০টিরও বেশি প্রতিষ্ঠান অন্তত ৭০টি দেশি বিদেশি ব্র্যান্ড এর কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার, ডোর, বোর্ড প্রিন্টিং মেশিন, ইন্টেরিয়র সেক্টরে ব্যবহৃত সফটওয়ার, হোম অটোমেশন প্রযুক্তি ইত্যাদি ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট ও সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শন করবেন। পাশাপাশি ফার্নিচার শিল্প ও কাঠের দরজা নিয়ে যারা কাজ করেন তাদের জন্যও থাকছে ফার্নিচার তৈরির বিভিন্ন সরঞ্জাম, টুলস ও মেশিনারিজের সমাহার।
বাংলাদেশ সহ ৯টি দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কিচেন সলিউশন, বাসা ও অফিস ফার্নিচার, বোর্ড, দরজা, উড জালিকাটিং, মেটাল জালিকাটিং, ফার্নিচার ফিটিংস ও এক্সেসরিস, ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল লাইট, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করছে।
উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, “দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য একটি চমক হতে যাচ্ছে। গত ফেয়ারের ধারাবাহিকতায় এবারও উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও পেশাজীবী, ছাত্র-ছাত্রী এবং এই খাতের অভিজ্ঞদের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এই ফেয়ারটি।”
তিনি আরো বলেন, “যারা কিচেন সলিউশন, গৃহসজ্জা পণ্য, সিরামিক, লাইটিং, ফার্নিচার ও অন্যান্য লাইফস্টাইল পণ্য সম্পর্কে ধারণা নিতে চান এবং ফার্নিচার ও কাঠের দরজা শিল্পের সঙ্গে জড়িত কিংবা জড়িত হতে চান তারা এ প্রদর্শনী থেকে অবশ্যই উপকৃত হবেন।”
আয়োজকদের পক্ষ থেকে এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ জানান, এই মেলায় ইন্টেরিয়র টেকনোলোজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজ ছাড়াও প্রথম বারের মতো ইন্টেরিয়র সেক্টরে ব্যাবহারের সফটওয়ার প্রদর্শিত হতে যাচ্ছে যা দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পে বিশেষ অবদান রাখবে।
এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন অফার।
ঢাকা/এনটি/ইভা