গত ৮ জুলাই, করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে পাকিস্তানি মডেল-অভিনেত্রী হুমায়রা আজগর আলীর পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দিতে চাইলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান অভিনেত্রীর বাবা ডা. আজগর আলী। পাকিস্তান টুডে এ খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে এসএসপি মাহরুজ আলী জানান, ২০২৪ সালের শুরু থেকে অ্যাপার্টমেন্টটির ভাড়া দেন না হুমায়রা আজগর আলী। এখানে একা বসবাস করতেন, কারো সঙ্গে তার যোগাযোগ ছিল না। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর তার পরিবারকে খুঁজে বের করেন পুলিশ। কথা বলেন অভিনেত্রীর বাবা ডা.
হুমায়রার বাবা আজগর আলী বলেন, “আমরা অনেক আগেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। তার মৃতদেহ নিয়ে যা ইচ্ছা করুন। আমরা তা গ্রহণ করব না।
আরো পড়ুন:
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে: জেনারেল চৌহান
অভিনেত্রীর পচাগলা মরদেহ উদ্ধার
গত মঙ্গলবার রাতে হুমায়রা আজগর আলীর মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয়। তবে এখনো মৃত্যুর কারণ প্রকাশ করেনি পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য তদন্তকারী কর্মকর্তারা রাসায়নিক বিশ্লেষণের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। মৃতদেহটি এখন হিমাগারে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছে পুলিশ।
এর আগে এক বিবৃতিতে পুলিশ জানায়, ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমায়রা আজগর আলীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ৩২ বছর বয়সি অভিনেত্রী হুমায়রার বলে শনাক্ত করেছে পুলিশ। প্রায় দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন তিনি।
ডিআইজি সৈয়দ আসাদ রাজা পাকিস্তানি গণমাধ্য ডনকে বলেন, “আদালতের নির্দেশে গিজরি পুলিশ অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। বিকাল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লে কেউ সাড়া দেয়নি। এরপর তালা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার মৃতদেহটি দেখতে পায়। এ অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন অভিনেত্রী হুমায়রা।”
টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন হুমায়রা। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমা তাকে খ্যাতি এনে দেয়।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র অ য প র টম ন ট র মরদ হ
এছাড়াও পড়ুন:
অভিনেত্রীর পচাগলা মরদেহ উদ্ধার
পাকিস্তানি মডেল-অভিনেত্রী হুমায়রা আজগর আলীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমায়রা আজগর আলীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ৩২ বছর বয়সি অভিনেত্রী হুমায়রার বলে শনাক্ত করেছে পুলিশ। প্রায় দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন তিনি।
ডিআইজি সৈয়দ আসাদ রাজা ডনকে বলেন, “আদালতের নির্দেশে গিজরি পুলিশ অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। বিকাল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লে কেউ সাড়া দেয়নি। এরপর তালা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার মৃতদেহটি দেখতে পায়। এ অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন অভিনেত্রী হুমায়রা। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়।”
আরো পড়ুন:
বাংলাদেশ সফরে পাকিস্তান দল ঘোষণা, নেই একাধিক তারকা
পাকিস্তানে ভারী বৃষ্টিপাত, ১৯ জনের মৃত্যু
হুমায়রা আজগর আলীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে ডিআইজি রাজা বলেন, “প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়ার জন্য মৃতদেহটি জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।”
মঙ্গলবার রাতে পোস্ট মর্টেম সম্পন্ন হয় হুমায়রা আজগর আলী। এরপর পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, “মৃতদেহটি চূড়ান্তভাবে পচে গেছে। তবে মৃত্যুর কারণ এখন প্রকাশ করা যাবে না।”
এসএসপি মাহজুর আলী ডনকে জানান, হুমায়রা আজগর আলী একাই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। ২০২৪ সাল থেকে বাড়ির মালিককে ভাড়া দেন না হুমায়রা। এরপর বাসা খালি করার জন্য আদালতের দ্বারস্থ হন বাড়ির মালিক।
পুলিশের ধারণা, এটা কোনো হত্যাকাণ্ড নয়। কারণ অ্যাপার্টমেন্টের লোহার গেট, কাঠের দরজা, ব্যালকনির দরজা লক করা ছিল। দরজা ভেঙে পুলিশ সেখানে প্রবেশ করতে সক্ষম হয়। তবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ কোনো সিদ্ধান্তে যাবে না বলে জানিয়েছেন এসএসপি আলী।
টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন হুমায়রা। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমা তাকে খ্যাতি এনে দেয়।
ঢাকা/শান্ত