১. পুনঃপ্রোগ্রামের সুযোগ থাকে না নিচের কোনটিতে?
ক. DRAM
খ. PROM
গ. SRAM
ঘ. DD RAM

২. QWERTY কি-বোর্ডে নিউম্যারিক কী কতটি থাকে?
ক. ১৯টি
খ. ১১টি
গ. ১৭টি
ঘ. ৭টি

৩. কাজের ভুল ফলাফল দেওয়ার ঘটনাকে কম্পিউটারের ভাষায় কী বলে?
ক. FIFO
খ. GIGO
গ. NOVA
ঘ. LIPO

৪. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনটি?
ক. জাভা
খ. সি
গ. এইচটিএমএল
ঘ.

বেসিক

৫. A5 যদি একটি হেক্সাডেসিমেল সংখ্যা হয়, তাহলে এর ডেসিমেল রূপ কোনটি?
ক. ১৬৭
খ. ১৬৫
গ. ১৬৩
ঘ. ১৬১

৬. কোন লজিক গেটের ক্ষেত্রে সব ইনপুট শূন্য হলে আউটপুট ১ হয়?
ক. OR Gate
খ. NOR Gate
গ. AND Gate
ঘ. XOR Gate

৭. একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে যে ফিল্ড, তাকে কী বলে?
ক. কম্পোজিট কি
খ. প্রাইমারি কি
গ. ফরেন কি
ঘ. কম্পোজিট প্রাইমারি কি

৮. নিচের কোনটি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কমান্ড?
ক. ডিলেট স্ট্যাটমেন্ট
খ. আপডেট স্ট্যাটমেন্ট
গ. ক্রিয়েট স্ট্যাটমেন্ট
ঘ. ইনসার্ট স্ট্যাটমেন্ট

৯. মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে ইনসার্ট ট্যাবে যাওয়ার শর্টকাট কি কোনটি?
ক. Alt+H
খ. Ctrl+W
গ. Alt+N
ঘ. Shift+ N

১০. কম্পিউটার ব্যবহারে ‘Burning’ বলতে কী বোঝায়?
ক. ডিভিডি/সিডিতে ডেটা কপি করা
খ. ডিভিডি/সিডি থেকে পিসিতে ফাইল কপি করা
গ. অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করা
ঘ. ফাইল কম্প্রেস করার প্রক্রিয়া

১১. প্রথম ইলেকট্রিক কম্পিউটারের নাম কী?
ক. ENIAC
খ. Mark 1
গ. EDVAC
ঘ. UNIVAC

১২. MS DOS কোন ধরনের অপারেটিং সিস্টেম?
ক. চিত্রভিত্তিক
খ. রেখাভিত্তিক
গ. বর্ণভিত্তিক
ঘ. শব্দভিত্তিক

১৩. কেব্‌ল টিভি নেটওয়ার্ক কিসের উদাহরণ?
ক. WAN
খ. LAN
গ. MAN
ঘ. কোনোটিই নয়

১৪. OSI মডেলে কয়টি লেয়ার আছে?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৯টি
ঘ. ১১টি

১৫. ‘One to one’ ডেটা ট্রান্সমিশন মোড হিসেবে পরিচিত কোনটি?
ক. ইউনিকাস্ট
খ. ফুলকাস্ট
গ. ব্রডকাস্ট
ঘ. মাল্টিকাস্ট

১৬. HTML-এর সবচেয়ে আপডেট সংস্করণ কোনটি?
ক. HTML 5
খ. HTML 6
গ. HTML 4
ঘ. HTML 7

১৭. কম্পিউটার সার্ভারের ক্লায়েন্টকে কী বলে?
ক. হোস্ট
খ. ওয়ার্কস্টেশন
গ. টার্মিনাল
ঘ. নেটওয়ার্ক

১৮. চীনা প্ল্যাটফর্ম DeepSeek AI প্রতিষ্ঠিত হয় কবে?
ক. জুলাই ২০২৩
খ. জুলাই ২০২৪
গ. জানুয়ারি ২০২৫
ঘ. অক্টোবর ২০২৪

১৯. সাইবার সিকিউরিটিতে ‘সিস্টেম ক্র্যাশ করতে প্রচুর রিকোয়েস্ট পাঠানো’ কিসের উদাহরণ?
ক. পিশিং
খ. স্পুফিং
গ. ডিনায়াল অব অ্যাক্সেস
ঘ. স্প্যামিং

২০. মাটির গুণাগুণ, পুষ্টি উপাদান, ফসলের ইতিহাস ইত্যাদি বিষয়ের জন্য কোনটি প্রযোজ্য?
ক. ডিপ লার্নিং
খ. ক্লাউড কম্পিউটিং
গ. ভার্চ্যুয়াল রিয়েলিটি
ঘ. ব্লক চেইন

মডেল টেস্ট ১১-এর উত্তর
১. খ। ২. গ। ৩. খ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. খ। ৮. গ। ৯. গ। ১০. ক।
১১. ক। ১২. গ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. ক। ১৭. খ। ১৮. ক। ১৯. গ। ২০. ক।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট স ট য টম ন ট য টম ন ট

এছাড়াও পড়ুন:

সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করছি।

আমাদের দলে যে সিদ্ধান্ত সবাইকে মানবিক কর্মকান্ডে থাকতে হবে সেই সিদ্ধান্তর মোতাবেকি কিন্তু আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। যুবদলের নেতাকর্মীরা সবসময় মানুষের সেবায় তাদের পাশে থাকতে চায়। বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো মানুষের কল্যাণেই আগামী দিনে কাজ করবে।

‎যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

‎শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার আলোতে আগামীতে যে দেশ পরিচালনা করার যে পরিকল্পনা হাতে নিয়েছে আগামী দিনের যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে তাহলে প্রথমেই ৫০ লাখ নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে।

যে পরিবারের প্রধান তার নামেই সে ফ্যামিলি কার্ড হবে এবং নারীরা রাষ্ট্রের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। 

সকল পণ্যের উপরে রাষ্ট্রীয়ভাবে ভর্তুকি দিয়ে সকলের জন্য খাদ্য নিশ্চিত করবে। ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এর সুফল আপনারা পাবেন। শুধু তাই না হেল্প কার্ডেরও ব্যবস্থা করা হবে। বিনামূল্যে মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে । যাতে করে এদেশের মানুষ হাসপাতালে গেলে তাদের সঠিক চিকিৎসাটি পায়। 

এই হেল্প কার্ডের মাধ্যমে সকলের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। সুতরাং আপনারা সবাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। 

‎এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল