৪৭তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১১
Published: 10th, June 2025 GMT
১. পুনঃপ্রোগ্রামের সুযোগ থাকে না নিচের কোনটিতে?
ক. DRAM
খ. PROM
গ. SRAM
ঘ. DD RAM
২. QWERTY কি-বোর্ডে নিউম্যারিক কী কতটি থাকে?
ক. ১৯টি
খ. ১১টি
গ. ১৭টি
ঘ. ৭টি
৩. কাজের ভুল ফলাফল দেওয়ার ঘটনাকে কম্পিউটারের ভাষায় কী বলে?
ক. FIFO
খ. GIGO
গ. NOVA
ঘ. LIPO
৪. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনটি?
ক. জাভা
খ. সি
গ. এইচটিএমএল
ঘ.
৫. A5 যদি একটি হেক্সাডেসিমেল সংখ্যা হয়, তাহলে এর ডেসিমেল রূপ কোনটি?
ক. ১৬৭
খ. ১৬৫
গ. ১৬৩
ঘ. ১৬১
৬. কোন লজিক গেটের ক্ষেত্রে সব ইনপুট শূন্য হলে আউটপুট ১ হয়?
ক. OR Gate
খ. NOR Gate
গ. AND Gate
ঘ. XOR Gate
৭. একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে যে ফিল্ড, তাকে কী বলে?
ক. কম্পোজিট কি
খ. প্রাইমারি কি
গ. ফরেন কি
ঘ. কম্পোজিট প্রাইমারি কি
৮. নিচের কোনটি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কমান্ড?
ক. ডিলেট স্ট্যাটমেন্ট
খ. আপডেট স্ট্যাটমেন্ট
গ. ক্রিয়েট স্ট্যাটমেন্ট
ঘ. ইনসার্ট স্ট্যাটমেন্ট
৯. মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে ইনসার্ট ট্যাবে যাওয়ার শর্টকাট কি কোনটি?
ক. Alt+H
খ. Ctrl+W
গ. Alt+N
ঘ. Shift+ N
১০. কম্পিউটার ব্যবহারে ‘Burning’ বলতে কী বোঝায়?
ক. ডিভিডি/সিডিতে ডেটা কপি করা
খ. ডিভিডি/সিডি থেকে পিসিতে ফাইল কপি করা
গ. অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করা
ঘ. ফাইল কম্প্রেস করার প্রক্রিয়া
১১. প্রথম ইলেকট্রিক কম্পিউটারের নাম কী?
ক. ENIAC
খ. Mark 1
গ. EDVAC
ঘ. UNIVAC
১২. MS DOS কোন ধরনের অপারেটিং সিস্টেম?
ক. চিত্রভিত্তিক
খ. রেখাভিত্তিক
গ. বর্ণভিত্তিক
ঘ. শব্দভিত্তিক
১৩. কেব্ল টিভি নেটওয়ার্ক কিসের উদাহরণ?
ক. WAN
খ. LAN
গ. MAN
ঘ. কোনোটিই নয়
১৪. OSI মডেলে কয়টি লেয়ার আছে?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৯টি
ঘ. ১১টি
১৫. ‘One to one’ ডেটা ট্রান্সমিশন মোড হিসেবে পরিচিত কোনটি?
ক. ইউনিকাস্ট
খ. ফুলকাস্ট
গ. ব্রডকাস্ট
ঘ. মাল্টিকাস্ট
১৬. HTML-এর সবচেয়ে আপডেট সংস্করণ কোনটি?
ক. HTML 5
খ. HTML 6
গ. HTML 4
ঘ. HTML 7
১৭. কম্পিউটার সার্ভারের ক্লায়েন্টকে কী বলে?
ক. হোস্ট
খ. ওয়ার্কস্টেশন
গ. টার্মিনাল
ঘ. নেটওয়ার্ক
১৮. চীনা প্ল্যাটফর্ম DeepSeek AI প্রতিষ্ঠিত হয় কবে?
ক. জুলাই ২০২৩
খ. জুলাই ২০২৪
গ. জানুয়ারি ২০২৫
ঘ. অক্টোবর ২০২৪
১৯. সাইবার সিকিউরিটিতে ‘সিস্টেম ক্র্যাশ করতে প্রচুর রিকোয়েস্ট পাঠানো’ কিসের উদাহরণ?
ক. পিশিং
খ. স্পুফিং
গ. ডিনায়াল অব অ্যাক্সেস
ঘ. স্প্যামিং
২০. মাটির গুণাগুণ, পুষ্টি উপাদান, ফসলের ইতিহাস ইত্যাদি বিষয়ের জন্য কোনটি প্রযোজ্য?
ক. ডিপ লার্নিং
খ. ক্লাউড কম্পিউটিং
গ. ভার্চ্যুয়াল রিয়েলিটি
ঘ. ব্লক চেইন
মডেল টেস্ট ১১-এর উত্তর
১. খ। ২. গ। ৩. খ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. খ। ৮. গ। ৯. গ। ১০. ক।
১১. ক। ১২. গ। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. ক। ১৭. খ। ১৮. ক। ১৯. গ। ২০. ক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট স ট য টম ন ট য টম ন ট
এছাড়াও পড়ুন:
ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন, শেষ করব আমরা
যুক্তরাষ্ট্রের হামলার পর প্রত্যাঘাতের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে ইরানের সামরিক বাহিনীর হুমকি- ‘এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু শেষটা আমরাই করব।’ এ সময় ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলেও সম্বোধন করে ইরান সেনাবাহিনী।
স্থানীয় সময় সোমবার সকালে ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারির একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে।
ভিডিও বার্তায় ইরান সেনাবাহিনী বলেছে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুর পরিধি বৃদ্ধি করেছে। এ সময় ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলে অভিহিত করা হয়।
রোববার ভোরের দিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-বাস্টার বোমা ফেলে ইসরায়েলের অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এর পর থেকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান।
যদিও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলেও, এখনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তেহরান। ট্রাম্প প্রশাসন বারবার বলে আসছে যে, তাদের লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, বৃহত্তর যুদ্ধ শুরু করা নয়।
তবে রোববার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প খোলাখুলিভাবে ‘রেজিম চেইঞ্জ’ কথাটি উল্লেখ করেছেন। তিনি লেখেন, “রেজিম চেইঞ্জ’ শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়, তবে বর্তমান ইরানি শাসন যদি ইরানকে আবার মহান করে তুলতে অক্ষম হয়, তাহলে কেন শাসন পরিবর্তন হবে না? মিগা!!!”