দেশবিরোধী প্রচারণার অভিযোগে পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় ৬ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন-তিতুমীর কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক উপ-কৃষি বিষয়ক সম্পাদক আবু হানিফ, ছাত্রলীগ কর্মী তুষার আহম্মেদ, সহিদুল ইসলাম নাইম ও ফাহাদ হোসেন রাব্বি, আওয়ামী লীগ নেতা মো.

আবুল কালাম এবং খিলক্ষেত থানা যুবলীগের কর্মী সবুজ মিয়া।

আরো পড়ুন:

ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর আসামি গ্রেপ্তার

জামায়াত নেতা নিহত
বিএনপির ১২ নেতাকর্মীর নামে মামলা, পাল্টাপাল্টি কর্মসূচি 

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ৯ জুন তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুই মামলা করে পুলিশ। এর মধ্যে গত ২৪ মে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ও আওয়ামী লীগের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে আসামি নাইম ও বাপ্পি। অন্যদিকে অন্য চার আসামি গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারনায় অংশগ্রহণ করে। আসামিরা বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপণ্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। 

ঢাকা/এম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউব কি সত্যিই ভিডিওর গতি কমিয়ে দিচ্ছে

ইউটিউব ভিডিওতে দিন দিন বিজ্ঞাপনের সংখ্যা বেড়ে চলেছে। এমনকি আকারে বড় ভিডিওতে একাধিকবার দীর্ঘ বিজ্ঞাপনও দেখতে হয় ব্যবহারকারীদের। তাই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাড ব্লকার ব্যবহার করেন। কিন্তু অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউব ভিডিওর গতি কমিয়ে দিচ্ছে বলে অনলাইনে গুজব ছড়িয়ে পড়েছে।

অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করে সহজেই বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা যায়। তবে প্রতি মাসে অর্থ খরচ না করে গোপনে অ্যাড ব্লকার ব্যবহার করেন অনেকেই। আর তাই অ্যাড ব্লকারের ব্যবহার ঠেকাতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে ইউটিউব। সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব রটেছে, অ্যাড ব্লকার ব্যবহার করলেই ভিডিওর স্বাভাবিক গতি কমিয়ে দিচ্ছে ইউটিউব। এ কারণে চাইলেও বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা যাচ্ছে না।

ভিডিওর গতি কমানোর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইউটিউব। তবে এর আগেও অ্যাড ব্লকার নিষ্ক্রিয় বা প্রিমিয়াম সুবিধা ব্যবহারে বাধ্য করতে বিভিন্ন সময় নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আর তাই অনলাইনে চলা গুজবটি সত্যি হতে পারে বলে ধারণা করছেন ইউটিউব ব্যবহারকারীরা।
সূত্র: ম্যাশেবল

সম্পর্কিত নিবন্ধ