শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
Published: 13th, June 2025 GMT
মাদারীপুরের শিবচরে পুরাতন ঘর ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সীর কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজীব ওই এলাকার দেলোয়ার শিকদারের ছেলে।
জানা গেছে, রাজীব নানা মান্নান শিকদারের বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিলেন। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করেই কাজ করতে থাকলে হঠাৎ বিদ্যুতের একটি তার হাতে লেগে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
হাসমত মুন্সী নামে সাবেক ইউপি সদস্য বলেন, ‘‘নানা বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। ওদের নিজ বাড়ি ও নানাবাড়ি পাশাপাশি।’’
নিহতের নানা মান্নান শিকদার বলেন, ‘‘আমার বাড়ির একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিল রাজীব। এমন ঘটনা ঘটবে আমরা বুঝতে পারি নাই। বিদ্যুতের তার হাতে লেগেছিল।’’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ঢাকা/বেলাল/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।