তিন সুপার ওভারের ম্যাচে নেপালকে হারাল নেদারল্যান্ডস
Published: 17th, June 2025 GMT
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো নতুন এক অধ্যায়। গ্লাসগোয় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনটি সুপার ওভার খেলার নজির গড়ে নেপালকে হারিয়েছে নেদারল্যান্ডস। ছেলেদের পেশাদার ক্রিকেটে এমন ঘটনার জন্ম এই প্রথম।
স্কটল্যান্ডে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ডাচরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে তারা। জবাবে নেপালের প্রয়োজন ছিল শেষ ওভারে ১৬ রান। সন্দ্বীপ লামিচানে ও নন্দন যাদবের দৃঢ়তায় ১৫ রান তুলে ম্যাচটি টাই করে নেপাল, ফলে খেলা গড়ায় সুপার ওভারে।
প্রথম সুপার ওভারে আগে ব্যাট করে নেপাল ১৯ রান তোলে, যেখানে কুশল ভুরতাল এক ওভারে হাঁকান ২ ছক্কা ও ১ চার। ডাচদের হয়ে জবাব দিতে নেমে ওপেনার মাইকেল লেভিট প্রথম বলেই ছক্কা মারেন, তবে পরের তিন বলে আসে মাত্র ৩ রান। শেষ দুই বলে ম্যাক্স ও’ডাউড ছক্কা ও চার হাঁকিয়ে প্রথম সুপার ওভারও টাই করেন।
দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস তোলে ১৭ রান। জবাবে নেপাল অধিনায়ক রোহিত পাওদেল তিন বলে ১১ রান করেন, কিন্তু শেষ বলে ছক্কা মেরে ম্যাচ দ্বিতীয়বারের মতো টাইয়ে নিয়ে যান দীপেন্দ্র সিং।
ফলে ইতিহাসের প্রথম তৃতীয় সুপার ওভারে গড়ায় ম্যাচটি। তবে তৃতীয়বার আর দাঁড়াতে পারেনি নেপাল। জ্যাক-লায়ন ক্যাচেটের করা প্রথম চার বলেই ২ উইকেট হারিয়ে অলআউট হয় তারা। রান তাড়ায় প্রথম বলেই ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ডাচ ব্যাটার লেভিট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন