‘নাহিদ রানাকে চাপ সামলাতেও শিখতে হবে’
Published: 19th, June 2025 GMT
ক্যারিয়ারের শুরু থেকেই নাহিদ রানাকে নিয়ে একটা বাড়তি আগ্রহ আছে বাংলাদেশের ক্রিকেটে। লম্বা, জোরে বল করতে পারেন—এমন কাউকে নিয়ে বাংলাদেশে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে প্রত্যাশার চাপে ক্রিকেটারদের ভেঙে পড়তে দেখার ঘটনাও তো নতুন নয়। সেই ঘটনা যেন নাহিদ রানার সঙ্গে না হয়, তা নিশ্চিত করবেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট।
গত মাসে পাকিস্তান সফর থেকে পেস বোলারদের দায়িত্ব নিয়েছেন সাবেক এই অস্ট্রেলীয় ফাস্ট বোলার। কাল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনটা ভালো যায়নি নাহিদ রানার। সারা দিনে ১৬ ওভার বল করেও উইকেটশূন্য থেকেছেন, রান দিয়েছেন ওভারপ্রতি ৫ করে। এরপরই নাহিদ রানাকে নিয়ে কথা বললেন টেইট।
গলে সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘অনেক মনোযোগ ওর ওপরে, ওর কাছে প্রত্যাশাও অনেক। জানি না, বাংলাদেশ এর আগে এমন রোমাঞ্চ জাগানো কোনো পেসার পেয়েছে কি না। মিডিয়া ও সাধারণ মানুষের কাছ থেকেও ওর ওপর কিছুটা চাপ আছে। এই চাপ কীভাবে সামলাবে, সেটা নিয়ে ওর সঙ্গে আমাকে কাজ করতে হবে।’
কাজটা যে কতটা জরুরি, তাও বোঝা গেছে টেইটের কথাতেই, ‘শুধু বল করাই নয়, একজন তরুণ তারকা হিসেবে বাড়তি চাপ সামলানোও শিখতে হয়। আজকের দিনে তার পারফরম্যান্স নিয়ে বলব, নতুন বলে আরও উন্নতি করা দরকার ছিল। খারাপ হয়নি, তবে আরও ভালো হতে পারত।’
বিপিএলের সময় শন টেইটের সঙ্গে নাহিদ রানা।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।
সোমবার (৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (৩ আগস্ট) বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।
তথ্য মতে, ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৫ সালের ৭ আগস্ট থেকে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। অর্থাৎ উল্লিখিত হারে রিটার্ন পাবেন ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীরা।
ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ আগস্ট। ওই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে বন্ড থাকবে তারা ঘোষিত সুদ পাবেন। কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন পারপেচ্যুয়াল বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।
ঢাকা/এনটি/ইভা