ফেন্সিডিলসহ আটক, একযুগ পর রায়ে ২ জনের যাবজ্জীবন
Published: 19th, June 2025 GMT
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছিল খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় মামলা হওয়ার একযুগ পর বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়েছে।
খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ মাদক বিক্রিতে জড়িত থাকায় জয়নাল আবেদীন ও মিল্টন হাওলাদাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে মিল্টন পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন যশোর জেলার কতোয়ালি থানার চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আনছার আলীর ছেলে। আর পিল্টন ওরফে মিল্টন হাওলাদার অভয়নগর উপজেলার কইকরানপাড়ার বাসিন্দা মো.
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি নগরীর ময়লাপোতা মোড় থেকে তারা গ্রেপ্তার হন। ওই রাতে গোয়েন্দা পুলিশের এসআই মো. আতাউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে খুলনা সদর থানায় মামলা করেন। ২০১৩ বছরের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জয়নাল আবেদীন এবং মিল্টন ওরফে পিল্টন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একযুগ পর আজ বৃহস্পতিবার বিচার কাজ শেষ হলো।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম ল টন
এছাড়াও পড়ুন:
বন্ধুত্ব নিয়ে বলিউড সিনেমার সেরা ১০ সংলাপ
“বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও”—মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বিখ্যাত এ গানের মতো অসংখ্য গান রয়েছে বন্ধুত্ব নিয়ে। বন্ধু ছাড়া যেন জীবন অবিশ্বাস্য। কেননা মানব জনমে বন্ধুর অবদান অনেক। এই বিষয়টি আরেকবার স্মরণ করিয়ে দিতে বন্ধু ও বন্ধুত্বের সম্মানে প্রতি বছরের আগস্টের প্রথম রবিবার পালিত হয়ে থাকে ‘বিশ্ব বন্ধু দিবস’।
বন্ধুত্ব নিয়ে বলিউড বেশ কিছু সিনেমা নির্মিত হয়েছে। আবার কিছু সিনেমায় বন্ধুত্ব নিয়ে ব্যবহার করা হয়েছে সংলাপ; যা পরবর্তীতে জনপ্রিয়তা পায়। এমন দশটি সংলাপ নিয়ে এই প্রতিবেদন—
এক. ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমা ১৯৮৯ সালে মুক্তি পায়। এ সিনেমায় একটি দৃশ্যে সালমান খান বলেন—“বন্ধুত্বের একটা নীতি আছে ম্যাডাম, নো সরি, নো থ্যাঙ্কস।”
আরো পড়ুন:
শাহরুখের স্বপ্নপূরণ: যারা পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
‘ডন’ সিনেমার পরিচালক মারা গেছেন
দুই. বলিউডের আলোচিত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। ১৯৯৮ সালে মুক্তি পায় এটি। এ সিনেমার একটি দৃশ্যে শাহরুখ খান বলেন, “ভালোবাসাই হলো বন্ধুত্ব। সে যদি আমার সবচেয়ে ভালো বন্ধু না হতে পারে, তাহলে আমি কখনো তাকে ভালোবাসতে পারব না। কারণ বন্ধুত্ব ছাড়া ভালোবাসা হয় না... সহজ, ভালোবাসাই হলো বন্ধুত্ব।”
তিন. ২০১৩ সালে মুক্তি পায় বলিউড সিনেমা ‘চশমে বাদ্দুর’। এ সিনেমার একটি দৃশ্যে আলী জাফর বলেন, “ভালোবাসা যদি প্যান্ট হয়, বন্ধুত্ব অন্তর্বাস, প্যান্ট যদি খুলে যায় তবে অন্তর্বাস সম্মান রক্ষা করবে।”
চার. বলিউডের আলোচিত সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। রণবীর-আনুশকা শর্মা অভিনীত এ সিনেমা ২০১৬ সালে মুক্তি পায়। একটি দৃশ্যে আনুশকা শর্মা বলেন, “ভালোবাসায় আবেগ আছে। কিন্তু বন্ধুত্বে আছে শান্তি।”
পাঁচ. নব্বই দশকে বলিউডে রাজত্ব করেন গোবিন্দ। তার অভিনীত ‘নসীব’ সিনেমা ১৯৯৭ সালে মুক্তি পায়। এ সিনেমার একটি দৃশ্যে গোবিন্দ বলেন, “আমার মতো বন্ধুরা কথা বলতে পারে। কিন্তু কখনো লাথি মারতে পারে না।”
ছয়. আমির খান অভিনীত সাড়া জাগানো বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালে মুক্তি পায় এটি। এ সিনেমার একটি দৃশ্যে মাধবন বলেন, “একজন বন্ধু ফেল করলে কষ্ট হয়, কিন্তু একজন বন্ধু ফার্স্ট হলে আরো কষ্ট হয়।”
সাত. বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার ক্যারিয়ারে সফল সিনেমার সংখ্যার অভাব নেই। তার অভিনীত ‘অগ্নিপথ’ সিনেমা ১৯৯০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমার একটি দৃশ্যে অমিতাভ বচ্চন বলেন, “যদি তুমি তোমার শত্রুর কাছে কোনো উপকার পাও, তবে তাকে তোমার বন্ধু বানা।”
আট. এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেতা তুষার কাপুর। এখন অভিনয়ে নেই বললেই চলে। তার অভিনীত ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমা ২০১৩ সালে মুক্তি পায়। এ সিনেমার একটি দৃশ্যে তুষার কাপুর বলেন, “বন্ধুত্বের কোনো ধর্ম নেই।”
নয়. বলিউডের আলোচিত সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। রণবীর-আনুশকা শর্মা অভিনীত এ সিনেমা ২০১৬ সালে মুক্তি পায়। সিনেমাটির একটি দৃশ্যে রণবীর কাপুর বলেন, “ভালোবাসা ও বন্ধুত্বের গল্প বড়ই অদ্ভুত। ভালোবাসা আমাদের নায়ক, বন্ধুত্ব নায়িকা।”
দশ. অজয় দেবগন অভিনীত বলিউড সিনেমা ‘ওয়ান্স আপনে টাইম আ ইন মুম্বাই’। ২০১০ সালে মুক্তি পায় এটি। সিনেমাটির একটি দৃশ্যে এই অভিনেতা বলেন, “বন্ধু হয়ে যখন কাজ করা যায়, তাহলে শত্রু কেন বানাবেন?”
ঢাকা/শান্ত