ফেন্সিডিলসহ আটক, একযুগ পর রায়ে ২ জনের যাবজ্জীবন
Published: 19th, June 2025 GMT
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছিল খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় মামলা হওয়ার একযুগ পর বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়েছে।
খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ মাদক বিক্রিতে জড়িত থাকায় জয়নাল আবেদীন ও মিল্টন হাওলাদাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে মিল্টন পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন যশোর জেলার কতোয়ালি থানার চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আনছার আলীর ছেলে। আর পিল্টন ওরফে মিল্টন হাওলাদার অভয়নগর উপজেলার কইকরানপাড়ার বাসিন্দা মো.
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি নগরীর ময়লাপোতা মোড় থেকে তারা গ্রেপ্তার হন। ওই রাতে গোয়েন্দা পুলিশের এসআই মো. আতাউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে খুলনা সদর থানায় মামলা করেন। ২০১৩ বছরের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জয়নাল আবেদীন এবং মিল্টন ওরফে পিল্টন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একযুগ পর আজ বৃহস্পতিবার বিচার কাজ শেষ হলো।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম ল টন
এছাড়াও পড়ুন:
সুখী দম্পতিরা কেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি কম পোস্ট করেন
ছবি: কবির হোসেন