দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন আব্দুল মাজেদ (৫০)। তবে ফিরে যেতে পারেননি আগের জীবনে। এরই মধ্যে সংসার ভেঙেছে, মাকে হারিয়েছেন, জমি নেই, কাজ নেই। এ অবস্থায় অসহায় মাজেদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাকে সাবলম্বী করতে উপহার হিসেবে দিয়েছে একটি গরু।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাজেদের হাতে একটি গরু তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী।

আব্দুল মাজেদ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাধইপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এক মামলায় ২০০২ সালে সাজা হয় তার। আদালতের রায়ে ৩০ বছরের সাজা হলেও কারাগারে ভালো ব্যবহারের কারণে ২৩ বছর পর চলতি বছরের ২৬ মার্চ মুক্তি পান।

এদিকে, দীর্ঘদিনের কারাবাসে বদলে গেছে তার জীবন। স্ত্রী সালেহা বেগম অনেক আগেই সংসার ছেড়ে চলে গেছেন। বৃদ্ধা মা ফুলবানু বেগমও মারা গেছেন মাত্র ১৬ দিন আগে। বাড়িতে জমিজমাও নেই। জীবনের শেষ আশ্রয়টুকুও হারিয়ে একা হয়ে পড়েন মাজেদ। জীবিকা নির্বাহে চা বাগানে শ্রমিকের কাজ করছিলেন তিনি। কিন্তু সেখানেও টানাপোড়েন। এমন দুঃসময়ে মাজেদের অসহায় অবস্থার কথা জানতে পারেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী। সহযোগিতায় এগিয়ে আসেন তিনি।

মাজেদ বলেন, ‘‘আমি মিথ্যা মামলায় ২৩ বছর কারাগারে ছিলাম। এ বছর মুক্তি পেয়েছি। আমার পরিবারে এখন কেউ নেই। মা ছিলেন, সেও মারা গেছেন। আমি চা বাগানে কাজ করি। জেলা প্রশাসক স্যার আমাকে একটি গরু দিয়েছেন। এতে আমার অনেক উপকার হবে।’’  

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘‘দীর্ঘদিন কারাভোগের পর ওই ব্যক্তি মুক্তি পেয়েছেন। সম্পদ বলতে তার কিছুই নেই। তাকে যেন আবার সমাজে মাথা তুলে বাঁচতে সাহায্য করা যায়, সেই ভাবনা থেকেই একটি গরু কিনে দিয়েছি। আশা করি, তিনি নিজেকে ধীরে ধীরে আত্মনির্ভরশীল করে তুলতে পারবেন।’’

ঢাকা/নাঈম/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ২৩ বছর

এছাড়াও পড়ুন:

সুখী দম্পতিরা কেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি কম পোস্ট করেন

ছবি: কবির হোসেন

সম্পর্কিত নিবন্ধ