প্রথমবার দেশের বাইরে বল করেই নাঈমের বাজিমাত
Published: 20th, June 2025 GMT
টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেকটা ছিল দারুণ রঙিন। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসেই পেয়ে গিয়েছিলেন ৫ উইকেট। তাতে একটা রেকর্ডও গড়েছিলেন—প্যাট কামিন্সকে পেছনে ফেলে হয়েছিলেন সবচেয়ে কম বয়সে টেস্ট অভিষেকে ৫ উইকেট নেওয়া বোলার। কামিন্স কীর্তিটা গড়েছিলেন ২০১১ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরে অবশ্য পাকিস্তানের নাসিম শাহ ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নেন মাত্র ১৬ বছর ৩০৭ দিন বয়সে, নাসিম শাহর সেটা অভিষেক টেস্ট ছিল না, তবে টেস্ট ইতিহাসেই তাঁর চেয়ে কম বয়সে ৫ উইকেট নেননি আর কেউ।
অভিষেকে নাঈমের ওই কীর্তি তাঁকে এনে দিয়েছিল প্রথম আলোর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও। উদীয়মান হওয়া মানে বড় কিছুর সম্ভাবনা জাগানো—ভবিষ্যৎটা তাঁর উজ্জ্বলই হওয়ার কথা। কিন্তু ওই সুযোগ কতটা পেয়েছেন, সেই প্রশ্ন নাঈম চাইলেই তুলতে পারেন অবলীলায়।
৫ উইকেট পাওয়া নাঈমের উচ্ছ্বাস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৫ উইক ট
এছাড়াও পড়ুন:
মাঠে ফেরা নেইমার এবারও নেই ব্রাজিল দলে
চলতি মাসে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আফ্রিকান দুটি দলের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডনে ও ফ্রান্সের লিলে। এই দুই ম্যাচের জন্য গতকাল ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের এই দলে এমন তিন খেলোয়াড়কে ডেকেছেন আনচেলত্তি, যাঁরা এর আগে ইতালিয়ান এই কোচের ব্রাজিল দলে ডাক পাননি। পাশাপাশি নেইমারকেও দলের বাইরে রেখেছেন আনচেলত্তি।
পালমেইরাস স্ট্রাইকার ভিতর রক, সৌদি ক্লাব আল ইত্তিহাদের ৩২ বছর বয়সী মিডফিল্ডার ফাবিনিও এবং ব্রাজিলিয়ান ক্লাব বাহিয়ার লেফট ব্যাক লুসিয়ানো জুবাকে দলে ডেকেছেন আনচেলত্তি। ভিতর রক ২০২৩ সালের মার্চে এক ম্যাচ খেলেছেন ব্রাজিলের হয়ে। ২০২২ বিশ্বকাপের পর এই প্রথম ব্রাজিল দলে ডাক পেলেন ৩২ বছর বয়সী ফাবিনিও। আনচেলত্তির ব্রাজিল দলে দুজনেই ডাক পেয়েছেন প্রথমবারের মতো। ব্রাজিলের ঘরোয়া মৌসুমে ৫৬ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ৮টি গোল করানো জুবা প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রাজিল দলে। আনচেলত্তি তাঁকে নিয়ে বলেছেন, ‘কৌশলগত দিক থেকে সে গুরুত্বপূর্ণ...মাঝমাঠেও খেলতে পারে। বাহিয়ার হয়ে সে ভালো খেলছে।’
ভিতর রক দীর্ঘদিন পর ফিরলেন ব্রাজিল স্কোয়াডে