৪৯ রানে মুশফিকের রান আউটের পর বৃষ্টিতে খেলা বন্ধ
Published: 21st, June 2025 GMT
ফিফটি ছুঁতে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু ৪৯ রানে থাকা অবস্থায় থারিন্দুর থ্রোতে হয়ে গেছেন রান আউট। ১০২ বলে চারটি চারে সাজানো মুশফিকের এই ইনিংস। তিনি ফেরার পরই বৃষ্টি নামে। বন্ধ হয় খেলা। বাংলাদেশের রান ৪ উইকেটে ২৩৭। নাজমুল অপরাজিত আছেন ৮৯ রানে। বাংলাদেশের লিড ২৪৭।
শান্ত-মুশফিকে শতরানের জুটি, লিড বেড়ে ২৪৩
শান্ত-মুশফিকে প্রথম ইনিংসে এসেছিল ২৬৪ রানের জুটি। দ্বিতীয় ইনিংসেও ইতোমধ্যে শতরাঙের জুটি পেয়েছে তারা। দুজনের জুটি শতক ছুঁয়েছে ১৬৭ বলে। ফিফটির পথে এগিয়ে যাচ্ছেন মুশফিক, ম্যাচে আরেকটি সেঞ্চুরির পথে শান্ত। ৭২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৩৩। ৪৮ রানে খেলছেন মুশফিক। ৮৬ রানে ব্যাট করছেন শান্ত।
শান্ত-মুশফিকে ২০০ ছাড়াল বাংলাদেশের লিড
লিড বাড়ানোর আশায় গল টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে বাংলাদেশ। ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটার মিলে এখন পর্যন্ত যোগ করেছেন আরও ১৯ রান। বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৬। ইতোমধ্যে দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। ৬৬ রানে খেলছেন শান্ত, ৩১ রানে ব্যাট করছেন মুশফিক।
গল টেস্টের পঞ্চম দিন এখন বাংলাদেশ এমন এক অবস্থানে আছে, যেখান থেকে জয়, ড্র কিংবা হারতেও পারে বাংলাদেশ। টাইগারদের জিততে হলে স্কোরবোর্ডে ভালো পুঁজি তুলে লঙ্কানদের অলআউট করতে হবে। ড্র করতে হলেও ভালো পুঁজি দরকার। কারণ অলআউট করা না গেলেও যেন সারাদিন পার করতে পারে বাংলাদেশ। আবার পঞ্চম দিন বাংলাদেশ যদি ব্যাটিং ধসে পড়ে তাহলে ওয়ানডে স্টাইলে খেলে ম্যাচ জিততেও পারে লঙ্কানরা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘ব্যর্থতা’ শোধরানোর অঙ্গীকার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কারকির
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নের অঙ্গীকার করেছেন। দায়িত্ব গ্রহণের পর গতকাল শুক্রবার জনগণের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ অঙ্গীকার করেন।
তরুণদের (জেন–জি) নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে আগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই পদে আসেন সুশীলা কারকি। তিনি বলেন, ক্রমবর্ধমান দুর্নীতি ও অন্যান্য ব্যর্থতা থেকে সৃষ্ট হতাশার কারণেই এ বিক্ষোভ শুরু হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে দুই দিন ধরে চলা ব্যাপক বিক্ষোভে কমপক্ষে ৭২ জন নিহত হন। আহত হন ২ হাজার ১০০ জনের বেশি মানুষ। ভাঙচুর ও অগ্নিসংযোগে সরকারি–বেসরকারি সম্পত্তি, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট ও পার্লামেন্ট ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
সংবিধান ঘোষণার দশম বার্ষিকী উপলক্ষে নেপালের জাতীয় দিবসে সুশীলা কারকি বলেন, ‘আমাদের অবশ্যই এই সত্য মেনে নিতে হবে যে সুশাসন ও সমৃদ্ধি প্রতিষ্ঠার সাংবিধানিক চেতনা ও লক্ষ্য পূরণে ব্যর্থতার কারণেই এ বিক্ষোভ হয়েছে।’
গত সপ্তাহে বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের মধ্যে আলোচনার পর সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।