ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৬ জন
Published: 21st, June 2025 GMT
নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকায় চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন- গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের বিপ্লব হোসেন, মবিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাওছার আহমেদ ও হরদমা গ্রামের মনিরুল ইসলাম এবং সিংড়া উপজেলার কালীনগর গ্রামের সুরুজ আলী।
নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী। চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। পরে তাদের দেওয়া তথ্যমতে, অভিযান পরিচালনা করে আরও দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে জিম্মি করে আটটি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, নয়টি গরু ডাকাতি, চাঁদা না দেওয়ায় ছয়টি পুকুরে বিষ প্রয়োগ করাসহ সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বন্দরে চোর ও ছিনতাইকারি সন্দেহে আটক ৪
বন্দরে চোর ও ছিনতাইকারি সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো বন্দর উপজেলার বাঙ্গালবাড়ী এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার ২ ছেলে মোতালেব (৫৩) ও তার ছোট ভাই মোশারফ (৫০) একই থানার দেউলী চৌরাপাড়া এলাকার আফজাল হোসেন মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক (২৪) ও একই এলাকার সুবহান মিয়ার ছেলে সোহেল (৩৯)।