নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকায় চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের বিপ্লব হোসেন, মবিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাওছার আহমেদ ও হরদমা গ্রামের মনিরুল ইসলাম এবং সিংড়া উপজেলার কালীনগর গ্রামের সুরুজ আলী। 

নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী। চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। পরে তাদের দেওয়া তথ্যমতে, অভিযান পরিচালনা করে আরও দুইজনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে জিম্মি করে আটটি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, নয়টি গরু ডাকাতি, চাঁদা না দেওয়ায় ছয়টি পুকুরে বিষ প্রয়োগ করাসহ সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কাউনিয়ায় মিলাদ মাহফিলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১o

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া সাহাবাজ এলাকায় সারের নতুন দোকান উদ্বোধনের মিলাদ মাহফিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন- পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)। 

আরো পড়ুন:

বাবার মৃত্যুর ২ ঘণ্টা পর মারা গেলেন ছেলেও, পাশাপাশি দাফন

বগুড়ায় পৃথক ঘটনায় নিহত ২

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহাবাজ আমতলা বাজারে নজর আলী নামের এক ব্যক্তি নতুন সারের দোকান চালু করেন। উদ্বোধনী অনুষ্ঠানের মিলাদ মাহফিল চলাকালে মাইক লাগানো বাঁশ দোকানের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারকে স্পর্শ করে।

এসময় বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় এবং মাইকের ব্যাটারি বিস্ফোরিত হয়। দোকান ঘর বিদ্যুতায়িত হলে একসঙ্গে ১০ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় আমাদের এখানে আসা ব্যক্তিদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। চারজন গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ৭২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক  
  • চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২
  • কাউনিয়ায় মিলাদ মাহফিলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১o