‘খুব শিগগিরই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। 

শনিবার (২১ জুন) সকালে জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা ও ইহার প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ.

কে.এম. আব্দুল হাকিম বলেন, “গঠনমূলক সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তথ্য যাচাই ও দায়িত্বশীল প্রতিবেদন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। 

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে বিভাজন নয় বরং একতাবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। এই চেতনা ধারণ করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে অপরিহার্য।”

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আবদুর সবুর এবং ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ।

কর্মশালায় ঝিনাইদহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

ঢাকা/সোহাগ/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর জামাল ভূঁইয়া

‘সার্ফ এক্সেল বাংলাদেশ’-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন ফুটবল তারকা জামাল ভূঁইয়া। ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং ইংল্যান্ডের বুকায়ো সাকার পথ ধরে তিনিও সার্ফ এক্সেলের মুখ হয়ে উঠলেন।

৩০ বছরের বেশি সময় ধরে সার্ফ এক্সেল ‘দাগ থেকে দারুণ কিছু’, এই বিশ্বাসে অটল। কারণ, দাগ মানে শিশুরা খেলছে, শিখছে এবং নিঃসংকোচে বেড়ে উঠছে পোশাকে দাগ লাগার ভয় ছাড়াই। জামাল ভূঁইয়ার জীবনযাত্রা, যাঁর প্রতিটি ধাপে আছে অক্লান্ত পরিশ্রম ও অদম্য মনোবল—এই ‘প্লে অন’ ভাবনার এক জীবন্ত উদাহরণ।

সার্ফ এক্সেল ও জামাল ভূঁইয়া একসঙ্গে বাংলাদেশের শিশুদের অনুপ্রাণিত করবে, তারা যেন খেলতে থাকে, শিখতে থাকে এবং কখনো থেমে না যায়।

সম্পর্কিত নিবন্ধ