১২ বছর পর শুভ-তমার সিনেমা মুক্তি পাচ্ছে
Published: 6th, November 2025 GMT
দীর্ঘ ১২ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের আলোচিত সিনেমা ‘মন যে বোঝে না’। শুক্রবার (৭ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তমা মির্জা।
২০১৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহান সিনেমাটির শুটিং শুরু করেন। তখন নাম ছিল ‘লাভলী: মন বোঝে না’। শ্রীলঙ্কার মনোরম লোকেশনে শুরু হয় দৃশ্যধারনের কাজ। কিন্তু কিছুদিনের মধ্যেই শুভ ও প্রযোজকের সঙ্গে মতবিরোধ দেখা দিলে সিনেমাটি ছেড়ে দেন পরিচালক সোহান।
আরো পড়ুন:
প্রশ্ন করবেন না, সব বলে দেব: পরীমণি
‘কেজিএফ’ অভিনেতা মারা গেছেন
পরে সিনেমার কিছু অংশের কাজ সম্পন্ন করেন নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন। তবে শেষ পর্যন্ত সিনেমাটি সম্পূর্ণ করেন পরিচালক আয়েশা সিদ্দিকা। দীর্ঘদিনের স্থগিতাবস্থা কাটিয়ে অবশেষে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘মন যে বোঝে না’ শিরোনামে মুক্তি পাচ্ছে এটি।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রে দেখা গেছে, সিনেমাটির পরিচালক হিসেবে নাম রয়েছে আয়েশা সিদ্দিকার। মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, আমার পরিচালনায় আসছে এক হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প ‘মন যে বোঝে না’। মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর।”
অন্যদিকে নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন বলেন, “সিনেমার কিছু অংশের কাজ শেষ করার পর আমি সরে আসি। পরে আয়েশা সিদ্দিকা সেটি সম্পন্ন করেন।”
তবে সিনেমাটির প্রধান অভিনয়শিল্পীরা মুক্তির খবর জানেন না বলে জানা গেছে। নায়ক আরিফিন শুভর বক্তব্য পাওয়া না গেলেও চিত্রনায়িকা তমা মির্জা বলেন, “সিনেমাটির মুক্তির বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। গণমাধ্যম থেকেই বিষয়টি জেনেছি; এটি এক যুগ আগের সিনেমা।”
‘মন যে বোঝে না’ সিনেমায় আরো অভিনয় করেছেন—তারিক আনাম খান, হাসান মাসুদ, মনিরা মিঠু, চৈতী ও কাবিলা প্রমুখ।
দীর্ঘ এক যুগ পর শুভ-তমা জুটিকে আবার বড় পর্দায় দেখতে পাবেন দর্শক। যদিও সিনেমাটির গল্প, নির্মাণ আর আবহ আজ অনেকটাই সময়ের বাইরে। তবু কৌতূহল রয়ে গেছে—১২ বছরের পুরোনো সেই প্রেমকাহিনি আজকের প্রজন্মের দর্শকের মন কতটা বোঝাতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে সাদিকুর রহমান (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি সাদিকুর রহমান জেলার আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী এলাকার বাসিন্দা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান প্রথম আলোকে জানান, বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে হত্যা মামলার রায়ে আদালত দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ জুলাই রাতে আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী এলাকার সাদিকুর তাঁর ভাবি রাজিয়া সুলতানার কাছে টাকা ধার চান। কিন্তু রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে সাদিকুর ক্ষিপ্ত হয়ে তাঁকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি ঘরে ঘুমিয়ে থাকা রাজিয়ার ছেলে তালহাকেও (৮) কুপিয়ে হত্যা করেন। হত্যার পর ঘরের আলমারি থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান সাদিকুর। এ ঘটনায় পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বেগম আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তে পুলিশ হত্যার ঘটনায় দেবর সাদিকুরের সম্পৃক্ততা পায় এবং তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারপ্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।