পেশাগত দক্ষতা বাড়াতে কিংবা ক্যারিয়ারে আরও একটা ধাপ এগোনোর পরিকল্পনা নিয়ে অনেকেই এখন ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা’র (পিজিডি) প্রতি আকৃষ্ট হচ্ছেন। এই সনদ মূলত পেশাজীবীদের জন্য। আপনি যে খাতে কাজ করছেন, সেই খাত–সংক্রান্ত বিশেষায়িত জ্ঞান অর্জনে আপনাকে সাহায্য করতে পারে বিভিন্ন পিজিডি সনদ। বিদেশে উচ্চশিক্ষা অথবা পেশাগত লাইসেন্সের জন্যও অনেকে পিজিডি সনদের প্রতি আগ্রহী হন। অনেক ক্ষেত্রে মাস্টার্সের তুলনায় এতে সময় লাগে কম, খরচও তুলনামূলক কম।
আরও একটা দিক হলো—এর মাধ্যমে পেশাগত দুনিয়ায় নতুন অনেক দরজা খুলে যায়। তৈরি হয় নেটওয়ার্ক। যাঁরা চাকরি বা ক্যারিয়ার পরিবর্তন করতে চান, তাঁরাও অনেকে পিজিডি কোর্স বেছে নেন।

দেশের বিশ্ববিদ‍্যালয়গুলোতে পিজিডির নানা সুযোগ আছে। চলুন জানা যাক।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে ‘পিজিডি ইন আইটি’ ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রোগ্রাম সাজানো হয়েছে। এক বছর মেয়াদি এই প্রোগ্রামের জন্য যেকোনো বিষয়ে স্নাতক হলেই হবে। বিস্তারিত দেখুন এখানে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ‘পিজিডি ইন গার্মেন্ট বিজনেস’ ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। এই প্রোগ্রামে আবেদনের জন্য সাধারণত প্রার্থীদের এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ–৮.

০ থাকতে হয়। এ ছাড়া উভয় পরীক্ষায় কমপক্ষে ৩.৫ জিপিএ থাকতে হবে। যাঁদের তৈরি পোশাকশিল্পে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা আছে, অনেক ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পান। এই প্রোগ্রামে পোশাকশিল্পের বিভিন্ন দিক, যেমন অপারেশন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ফিন্যান্স, মার্কেটিং ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

যাঁদের তথ্যপ্রযুক্তিসংক্রান্ত বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নেই, তাঁদের জন্যও সুযোগ আছে বুয়েটের পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস আইটি প্রোগ্রামে। আপনি হয়তো বিবিএ ডিগ্রি নিয়েছেন, পরিসংখ্যানে পড়েছেন। আপনিও এই কোর্সে ভর্তি হতে পারেন। প্রোগ্রামটি বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) থেকে পরিচালিত হয়। ভর্তির জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিস্তারিত দেখুন এখানে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধীনে এক বছর মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডি ইন আইটি) প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। এই প্রোগ্রামটি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রশিক্ষণ ও জ্ঞান বিকাশের জন্য তৈরি। মূল বিষয় হিসেবে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালিটিকস, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়ানো হয়। বিস্তারিত জানতে ক্লিক করুন।  
 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন আইসিটি ডিগ্রি নেওয়া যায়। ভর্তির জন্য প্রার্থীদের বিজ্ঞান বা প্রকৌশল বিষয়ে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

আরও পড়ুনদেশে বসে বিদেশে চাকরি, কেন জনপ্রিয় হচ্ছে ‘রিমোট জব’১৯ জানুয়ারি ২০২৫খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধীনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন এডুকেশন প্রোগ্রাম আছে। ব্যাচেলর ডিগ্রির পর যাঁরা শিক্ষকতা বা শিক্ষাসংক্রান্ত কাজে যুক্ত হতে চান, তাঁরা এই ডিগ্রি নিতে পারেন। বিস্তারিত দেখুন এখানে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) থেকে পিজিডি ইন আইটি কোর্স পরিচালিত হয়। দেড় বছরের এই প্রোগ্রামে রয়েছে ৩৬ ক্রেডিট আওয়ার। বিস্তারিত দেখুন এখানে।

আরও পড়ুন‘অনেক চাকরি নিয়ে বসে আছি, কিন্তু লোক পাচ্ছি না’১৯ জানুয়ারি ২০২৫ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মানবসম্পদ ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডাটা সায়েন্স, প্রকল্প ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে পিজিডি সনদ নেওয়ার সুযোগ আছে। ৬ মাস মেয়াদি বিভিন্ন কোর্সে ২ সেমিস্টারে ১৮ ক্রেডিটের কোর্স সম্পন্ন করতে হয়। বিস্তারিত।

ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিটওয়্যার শিল্প ব্যবস্থাপনাবিষয়ক পিজিডি করার সুযোগ রয়েছে। পোশাকশিল্পের ব্যবস্থাপকদের জন্য এই প্রোগ্রাম সাজানো হয়েছে। আরও তথ‍্য পাবেন ওয়েবসাইটে। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) পিজিডি প্রোগ্রামগুলো সাধারণত এক বছর মেয়াদি হয়। বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে: মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনা, কম্পিউটারবিজ্ঞান, শিল্প ব্যবস্থাপনা ইত্যাদি। পিজিডি প্রোগ্রামে ভর্তির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হয়। বিআইএম শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিস্তারিত এখানে।  

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে সার্টিফিকেট কোর্স করা যায়। এই প্রোগ্রামে এক বছর মেয়াদি (দুই সেমিস্টার) ও ১২টি বিষয়ে পড়ার সুযোগ আছে। এখান থেকে ক্যাপিটাল মার্কেট, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিকসসহ বিভিন্ন বিষয়ে সনদ নিতে পারেন। বিস্তারিত দেখতে পারেন এখানে।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি 

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রাম আছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, গার্মেন্টস বিজনেস ম্যানেজমেন্টসহ নানা কোর্সের সনদ পেতে ৬ মাস সময় লাগে। ওয়েবসাইট।

ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট

ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট মূলত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি উদ্যোগ। এখান থেকে বিভিন্ন বিষয়ে পিজিডি করার সুযোগ আছে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পিজিডি সনদ নিতে পারেন। বিস্তারিত দেখুন এখানে। 

আরও পড়ুনচ্যাটজিপিটি ছাড়া আরও যেসব এআই টুল আপনার জীবন সহজ করবে০১ জুন ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক বছর ম য় দ এই প র গ র ম ইউন ভ র স ট ব জন স র জন য দ র জন

এছাড়াও পড়ুন:

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ

ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৮ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৪ খ্রিষ্টাব্দের ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে (ইএসআইএফ) পূরণ রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করে বিলম্ব ফিসহ জমা দিতে হবে ১৩ অক্টোবরের মধ্যে। তথ্য (ইএসআইএফ) এন্ট্রির সর্বশেষ সময় ১৫ অক্টোবর। শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না।

আরও পড়ুনজাপানে মাস্টার্স ও পিএইচডির সুযোগ, ১-৪ বছর পর্যন্ত আর্থিক সুবিধা১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ