জুড বেলিংহামের ছোট ভাই। বড় ভাইয়ের সঙ্গে জোব বেলিংহামের তুলনা হবে, সেটি জানাই ছিল। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই জোব প্রমাণ করে দিলেন—তুলনা ফেলে দেওয়ার নয়, টেনে নেওয়ার মতোই।

ফিফা ক্লাব বিশ্বকাপে ডর্টমুন্ডের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই গোল করলেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকান ক্লাব মামেলোদি সানডাউনস। কাল রাতে সেই ম্যাচেই বড় ভাই জুডকে মনে করিয়ে দিলেন ছোট ভাই জোব।

ঠিক চার বছর নয় মাস আর এক সপ্তাহ আগে জার্মান কাপের ম্যাচে প্রথমবার ডর্টমুন্ডের শুরুর একাদশে নেমে গোল করেছিলেন জুড। প্রতিপক্ষ ছিল ডুইসবুর্গ, স্কোরলাইন ছিল ৫-০। এবার সেই পথেই হাঁটলেন জোব। পার্থক্য একটাই, গোল পেতে জুডের চেয়ে ১৫ মিনিট বেশি সময় নিয়েছেন ছোট ভাই।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে জুড ডর্টমুন্ডের হয়ে খেলেছেন ১৩২ ম্যাচ, করেছেন ২৪টি গোল। জোব একেবারে শুরুতেই জানিয়ে দিলেন, তিনিও জানেন বক্সে কখন ঢুকলে গোলের সুবাস পাওয়া যায়।

গোলের পর জোব বেলিংহামকে সতীর্থদের অভিনন্দন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টাইমস স্কয়ারে ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান

নিউইয়র্কের টাইমস স্কয়ার সাজছে শারদীয় দুর্গাপূজার বর্ণিল আয়োজনে। সেই মঞ্চে এবার একসঙ্গে নাচবেন দুই বাংলার দুই তারকা— ঢালিউডের জায়েদ খান ও টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্তা।

আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বেঙ্গলি ক্লাব ইউএসএ আয়োজিত পূজা উৎসবের শেষ দিনটিতে থাকবে বিশেষ চমক। সেখানে দুই বাংলার জনপ্রিয় গানগুলোর সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করবেন জায়েদ-ঋতুপর্ণা জুটি।

জায়েদ খান রাইজিংবিডিকে জানান, “প্রথমবার কোনও পূজা উৎসবে পারফর্ম করতে যাচ্ছি। তাও আবার টাইমস স্কয়ারের মতো বিশ্বখ্যাত ভেন্যুতে। পাশাপাশি ঋতুপর্ণার সঙ্গে প্রথমবার একই মঞ্চে উঠতে যাচ্ছি— এটাও আমার জন্য বিশেষ আনন্দের।”

গত প্রায় এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। শুধু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, স্থানীয় ঠিকানা টেলিভিশনে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে একটি সেলিব্রিটি শো সঞ্চালনা করে ইতোমধ্যেই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

ঢাকা/রাহাত

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন বম শিক্ষার্থী
  • টাইমস স্কয়ারে ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান
  • ৭ কোটি ৮০ লাখ বছর আগে গ্রহাণুর আঘাতে কী ঘটেছিল পৃথিবীতে