২০২৬ বিশ্বকাপ ফুটবল দুয়ারে কড়া নাড়ছে। এর মধ্যে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি এবং দল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও বাজিয়ে দেখা হচ্ছে। চলতি মাসে অ্যাঙ্গোলা সফরের দলেও একই ধারবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্পেনে অনুশীলন এবং আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৪ সদস্যের দলে তিনজন নতুন মুখকে ডেকেছেন স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন হোয়াকিন পানিচেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনে। পাশাপাশি ফিরেছেন ভ্যালেন্তিন বারকো। তবে এই সফরের জন্য অনুমেয়ভাবে বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে।

স্কালোনির দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই চমক দেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। এক ঘোষণায় তিনি জানান, তাঁর ও স্কালোনির সিদ্ধান্ত অনুযায়ী দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কে এবার দলে নেওয়া হবে না, যাতে ক্লাবগুলোর ক্ষতি না হয়। এই সিদ্ধান্তও স্কালোনিকে দলে নতুনত্ব আনার ব্যাপারে প্রভাবিত করেছে।

আরও পড়ুনঅ্যাঙ্গোলায় খেলতে যাওয়ার আগে টিকা নিতে হবে মেসিদের০৫ নভেম্বর ২০২৫

আর্জেন্টিনা দলে প্রথমবারে মতো ডাক পাওয়া ত্রয়ীর অন্যতম হলেন পানিচেলি। কর্দোবার ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড রিভার প্লেটের যুব দলে খেলে বড় হয়েছেন। এখন তিনি জীবনের সেরা মৌসুম কাটাচ্ছেন ফরাসি ক্লাব রেসিং স্ত্রাসবুর্গের হয়ে, যেখানে গত জুলাইয়ে তিনি আলাভেস থেকে যোগ দেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ড মাত্র ১১ ম্যাচে ৯ গোল করেছেন এবং এখন লিগ আঁর সর্বোচ্চ গোলদাতা। ইউরোপা কনফারেন্স লিগে অভিষেক ম্যাচেও গোল করেছেন।

মাত্র ১৯ বছর বয়সী প্রেস্তিয়ানি ছিলেন আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ দলের অন্যতম তারকা। ফাইনালে আর্জেন্টিনা মরক্কোর কাছে হারলেও টুর্নামেন্টে নিজের ছাপ রেখেছেন প্রেস্তিয়ানি। এই ত্রয়ীর শেষ হচ্ছেন ২২ বছর বয়সী বাঁ-পায়ের মিডফিল্ডার পেরোনে। প্রেস্তিয়ানির মতো তিনিও ভেলেজের যুব দলে বেড়ে উঠেছেন। এখন ইতালির ক্লাব কোমোর মধ্যমাঠের দায়িত্ব পালন করছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

আর্জেন্টিনার এই সফরটি অ্যাঙ্গোলার জন্য ঐতিহাসিক। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচটি। এমনকি এই ম্যাচের জন্য অ্যাঙ্গোলা সরকার এএফএকে দিচ্ছে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা।

প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পাওয়া হোয়াকিন পানিচেলি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন আর জ ন ট ন র জন য

এছাড়াও পড়ুন:

প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করলো এনআরবিসি ব্যাংক

টেকসই উন্নয়ন, সামাজিক ও পরিবেশবান্ধব অর্থায়নকে গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪’ প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক। গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই) স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রণীত প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হলো ‘অন্তর্ভূক্তিমূলক অর্থায়নে সবুজ আগামী’।

বুধবার (৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিবেদনের মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ সাসটেইনেবিলিটি রিপোর্টিং কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. তৌহিদুল আলম খান বলেন, “জিআরআই গাইডলাইন্স অনুসরণ করে সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ এনআরবিসি ব্যাংকের আর্থিক স্থিতি, পরিবেশগত দায়িত্ববদ্ধতা এবং সামাজিক ন্যায়ের প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।”

তিনি আরো বলেন, “ভবিষ্যতে গ্রিন ব্যাংকিং, নবায়নযোগ্য জ্বালানি খাত, সামাজিক কল্যাণে অতিক্ষুদ্র খাত এবং পরিবেশবান্ধব উদ্যোগের সহযোগিতা ও অর্থায়ন বাড়ানো হবে।”

রিপোর্টে বলা হয়েছে, এনআরবিসি ব্যাংক পরিবেশ, সামাজিক উন্নয়ন ও সুশাসনকে প্রাধান্য দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। ২০২৪ সালে ব্যাংকটি গ্রিন ও সাসটেইনেবল ফাইন্যান্সিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-দক্ষ প্রযুক্তি, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ স্থাপনা এবং জলবায়ু সহনশীল কৃষি উদ্যোগে অর্থায়নের মাধ্যমে এনআরবিসি ব্যাংক কৃষক ও জাতীয় খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে সরাসরি অবদান রাখছে।

রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে, টেকসই ব্যাংকিং মানেই শক্তিশালী ও ভালো ব্যাংকিং। এনআরবিসি ব্যাংকের এই পরিবেশবান্ধব উদ্যোগের সুফল গ্রাহক, ঋণগ্রহীতা ও শেয়ারহোল্ডাররা পাবেন। স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যাংকিং সেবার কারণে সবুজ অর্থায়ন প্রকল্পগুলো গুরুত্ব পাবে, এতে উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদে খরচ কমবে এবং মুনাফা বাড়বে। আমানতকারী এবং শেয়ারহোল্ডাররা নিশ্চিন্ত থাকতে পারবেন যে, তাদের জমানো অর্থ ও বিনিয়োগ পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ খাতে ব্যবহার করা হচ্ছে না।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যাপল ওয়াচে আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাপ, যে সুবিধা পাওয়া যাবে
  • শান্তি পুরস্কার নিয়ে আসছে ফিফা, প্রথমবার কি ডোনাল্ড ট্রাম্প পাবেন
  • ইউআইইউ মার্স রোভার টিমের অনন্য সাফল্য, শুনুন পেছনের গল্প
  • প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করলো এনআরবিসি ব্যাংক
  • মহাকাশ স্টেশনে রান্না করছেন চীনা নভোচারীরা
  • মাঠে জিত, বাইরে হার
  • মাঠে ফেরা নেইমার এবারও নেই ব্রাজিল দলে